fbpx
হোম শিক্ষাঙ্গন শিক্ষা ও স্বাস্থ্য বান্ধব বাজেট ঘোষণার দাবি ইশা ছাত্র আন্দোলন’র
শিক্ষা ও স্বাস্থ্য বান্ধব বাজেট ঘোষণার দাবি ইশা ছাত্র আন্দোলন’র

শিক্ষা ও স্বাস্থ্য বান্ধব বাজেট ঘোষণার দাবি ইশা ছাত্র আন্দোলন’র

0

কোভিড-১৯ সৃষ্ট প্রকটে জনমানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষাব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বেকারত্বের সংখ্যা বাড়ছে। সামাজিক অবক্ষয় দৃশ্যত হচ্ছে। তাই এবারের বাজেটে করোনায় সৃষ্ট সংকট বিবেচনায় নিয়ে ঘোষণা করতে হবে বিশেষ বাজেট।

আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে ২০২১-২২ অর্থবছরের বাজেট উপর্যুক্ত দাবি করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন’র নেতারা।

ইশা’র কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, আমরা জনতুষ্ট, উচ্চাভিলাসী ও সংখ্যা আধিক্য বাজেট চাই না। সরকারের কাছে আমাদের দাবি বাস্তববাদী বাজেট। দেশের টেকসই উন্নয়নে আয় বৈষম্য রোধ করে গ্রামীণ অর্থনীতি ও সমতাভিত্তিক উন্নয়ণ নজরে নিয়ে এবারের বাজেট ঘোষণা করতে হবে।

অনুষ্ঠিত বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক নূরুল বশর আজিজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *