fbpx
হোম অন্যান্য শাহজাদপুরে ৩’শ ৭১ জন হোম কোয়ারেন্টাইনে
শাহজাদপুরে ৩’শ ৭১ জন হোম কোয়ারেন্টাইনে

শাহজাদপুরে ৩’শ ৭১ জন হোম কোয়ারেন্টাইনে

0

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩’শ ৭১ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিমান বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে পাওয়া তথ্যে ৩’শ ৭১ জনের একটি তালিকা শাহজাদপুর উপজেলা প্রশাসন বরাবর পাঠানো হয়েছে। ওই তালিকা অনুযায়ী প্রবাসীদের নিজ নিজ গৃহে অবস্থান করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে এবং জনসাধারণকে এ বিষয়ে সর্বদা সজাগ ও সচেতন থাকতে প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

এছাড়াও তালিকা বহির্ভূত কোন ব্যাক্তি বিদেশ থেকে এলে তাদের ব্যাপারে উপজেলা প্রশাসনকে দ্রুত অবগত করার জন্যও প্রচারণা চলছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম খান নয়ন জানান, করোনা মোকাবেলায় উপজেলায় সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে এবং স্বাস্থ্য কর্মীদেরও প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ টি পুরুষ ও ৫ টি মহিলা বেড সংবলিত আইসোলেশন কর্ণার প্রস্তুত করা হয়েছে। শাহজাদপুরে আইসোলেশনে কেউ নেই। এ নিয়ে প্রশাসনের সমস্বয়ে গঠিত কমিটি করোনা পরিস্থিতির উপর সার্বক্ষনিক নিয়মিত নজরদারী করছেন। ইতোমধ্যেই সরকারিভাবে সব ধরনের গণজমায়েত এড়িয়ে চলতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, করোনা ভাইরাসের সংক্রামন থেকে রেহাই পেতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শাহজাদপুরে সবকটি সিনেমা হলসহ গণজমায়েতপূর্ণ স্থানগুলো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেয়া হয়েছে। অজানা আশঙ্কায় এলাকার সাধারণ মানুষকে অতিরিক্ত নিত্য পণ্য কিনতে দেখা যাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে উদ্বিগ্ন না হয়ে সকলকে সচেতন ও সজাগ থাকতে বলা হয়েছে।

এদিকে শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন পয়েন্টে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *