fbpx
হোম অন্যান্য শাহজাদপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
শাহজাদপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

শাহজাদপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

0

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই স্লোগানে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর, শাহজাদপুর, সিরাজগঞ্জ এর যৌথ আয়োজনে উদযাপিত হলো ৪৮ তম জাতীয় সমবায় দিবস – ২০১৯।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপেজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। সকাল ১১টায় অতিথিবৃন্দ এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যগণের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোখলেছুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ লিয়াকত, ভাইস চেয়ারম্যান, হাসিব খান তরুন, সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ মিল্কভিটা, আব্দুস সামাদ ফকির, পরিচালক, বাংলাদেশ মিল্কভিটা।


প্রধান অতিথি তার বক্তব্যে সমবায়ের মাধ্যমে প্রান্তিক জনপদে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের সম্ভাবনার কথা উল্লেখ করে সবাইকে সমবায়ী মনোভাব গড়ে তোলার আহবান জানান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহজাদপুরকে সমবায়ের উর্বর ভুমি আখ্যা দিয়ে বলেন, এ এলাকার সমবায়ীরা তাদের সাফল্যের মাধ্যমে দেশ ব্যাপী দৃষ্টান্ত স্থাপন করতে পারেন্। জিওবি ইউনিসেফ এর উপজেলা কোঅর্ডিনেটর আব্দুল হালিমের সঞ্চালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমবায়ী নওশের আলী।অনুষ্ঠানের শেষ ভাগে শ্রেষ্ঠ সমবায়ী সমিতি সমূহকে সম্মাননা জানানো হয়।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *