fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা লালমনিরহাটে যুবকের দৃষ্টিশক্তি কেড়ে নিলো বিএসএফ !
লালমনিরহাটে যুবকের দৃষ্টিশক্তি কেড়ে নিলো বিএসএফ !

লালমনিরহাটে যুবকের দৃষ্টিশক্তি কেড়ে নিলো বিএসএফ !

0

ভারতীয় সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফ’র ছোরা গুলিতে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন বাংলাদেশি এক যুবক। একই রাতে বিএসএফ’র ছোরা গুলিতে জাহিদুল নামে এক কৃষক নিহত হন। তিনদিন পর নিহতের লাশ ফেরত দেন বিএসএফ।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ভেরভেরিহাট এলাকার সাবেক ছিটমহল আমবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনতে গিয়ে গত বুধবার রাতে মিলনের মুখে লাগে বিএসএফ’র গুলি। আহত মিলনকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। রমেকের চিকিৎসকরা মুখের বাহিরে অংশে লেগে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র লোহার টুকরোগুলো বের করলেও পুলিশ বিজিবি’র কেস বলে চোখের চিকিৎসার ঝুঁকি নেননি তারা।

প্রায় ৫ দিন রমেক হাসপাতালে তেমন চিকিৎসা না পাওয়ায় চোখের ভিতরে থাকা লোহার টুকরোগুলো বের করা হয়নি। বর্তমানে চোখ ফুলে গেছে। প্রচন্ড ব্যথা সহ্য করার মত নয়। মিলনের চোখ দিয়ে ময়লা, রক্ত, পুঁজ বের হওয়া শুরু করেছে।

সঠিক চিকিৎসা পেলে দুই চোখ না হোক এক চোখে দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে মঙ্গলবার( ২২ ডিসেম্বর) সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় রেপার্ড করা হয়েছে।

পরিবার সুত্রে জানা গেছে, রংপুর হাসপাতালে গত বুধবার থেকে চিকিৎসা নিলেও অর্থাভাবে তেমন চিকিৎসা না পাওয়ায় মিলনের চোখে বড় ধরনের মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। দু’টি চোখে একেবারে দেখতে পাচ্ছেন না বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে।

মিলনের স্ত্রী জানান, অর্থাভাবে সঠিক চিকিৎসা করাতে না পারলে আর কোনদিনও চোখে দেখতে পারবেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা। মিলন যেন আবার আগের মত চোখে দেখতে পায় সে জন্য কোন হৃদয়বান ব্যক্তি বা সরকারের কাছে সাহায্য কামনা করেছেন মিলনের পরিবার।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *