fbpx
হোম অন্যান্য যে শহরে বাস করলে পাবেন লাখ লাখ টাকা, সন্তান জন্ম দিলে পাবেন আরো বেশি
যে শহরে বাস করলে পাবেন লাখ লাখ টাকা, সন্তান জন্ম দিলে পাবেন আরো বেশি

যে শহরে বাস করলে পাবেন লাখ লাখ টাকা, সন্তান জন্ম দিলে পাবেন আরো বেশি

0

এমন একটা শহর রয়েছে যেখানে বসবাস শুরু করলে প্রশাসন আপনাকে টাকা দেবে। এক টাকা দুই টাকা না লাখ লাখ টাকা! ভাবছেন তো, কোন দেশের প্রশাসনের এত দরদ? এই প্রশ্নের উত্তর পেতে যেতে হবে ইতালিতে। তবে পুরো ইতালিতে এই সুযোগ পাবেন না, একটি নির্দিষ্ট শহরের জন্য এই সুযোগ ঘোষণা করা হয়েছে।

ইতালির শহর প্রেসিস ও অ্যাকোয়ারিকা-তে অপেক্ষা করছে এই সুযোগ। সেখানকার আকর্ষণীয় অফারটির কথা শুনে আপনার সেখানেই থেকে যাওয়ার ইচ্ছে হতেই পারে। হবে না-ই বা কেন? ইতালির একেবারে দক্ষিণ প্রান্তে উপস্থিত প্রেসিস নামক শহরে বাড়ি কিনে তিন বছরের বেশি থাকলেই প্রশাসনের পক্ষ থেকে পেয়ে যাবেন প্রায় ৩০ হাজার ইউরো! বাংলাদেশি টাকায় প্রায় ৩০ লাখ।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, এই আকর্ষণীয় সুযোগটি দিলে সেই শহরের জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রোধ করা সম্ভব হবে, এমনটাই আশা সেখানকার প্রশাসনের। তবে শর্ত হচ্ছে, সেই শহরে যারা বাড়ি কিনবেন, তাদের বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না। আর অর্থনীতিকে চাঙ্গা করার জন্য শহরে একটি নতুন ব্যবসা শুরু করতে হবে। এছাড়া, যেই বাড়িটি কিনবেন, তা ১৯৯১ সালের আগে তৈরি হতে হবে।

প্রশাসনের পক্ষ থেকে এই টাকা দুই ভাগে দেওয়া হবে। প্রথম ভাগটা দেওয়া হবে বাড়ি কেনার সময়ে আর শেষ ভাগটা দেওয়া হবে বাড়়িতে যদি কোনো মেরামতের কাজের প্রয়োজন হয় তখন। ২০১৯ সালে প্রেসিস ও অ্যাকোয়ারিকা নামে দুই শহর একসঙ্গে যোগ করা হয়। শহরগুলোর আর্থিক পরিস্থিতির উন্নতির জন্যই করা হয় এই পরিকল্পনা। দুই শহরের মোট জনসংখ্যা মাত্র ৯ হাজার।

শুধু এটাই নয়, এই শহরে বসতি স্থাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে আরো বেশ কিছু ‘অফার’। নতুন ব্যবসা শুরু করলে করের উপর বিশেষ ছাড়, সন্তানের জন্ম দিলে বিশেষ বোনাসেরও ব্যবস্থা রয়েছে সেখানে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *