fbpx
হোম আন্তর্জাতিক যুদ্ধবিরতি লঙ্ঘনের চেষ্টা করেছিল আর্মেনিয়া, জবাব দিয়েছে আজারবাইজান
যুদ্ধবিরতি লঙ্ঘনের চেষ্টা করেছিল আর্মেনিয়া, জবাব দিয়েছে আজারবাইজান

যুদ্ধবিরতি লঙ্ঘনের চেষ্টা করেছিল আর্মেনিয়া, জবাব দিয়েছে আজারবাইজান

0

শনিবার (১০ অক্টোবর) বেলা ১২টা থেকে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও আর্মেনিয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের চেষ্টা করেছিল। আজারবাইজান সঙ্গে সঙ্গেই এর পাল্টা জবাব দিয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। খবর বিবিসির।

বলা হয়েছে, আঘদারা-টারটার ও ফুজুলি-জাবরাইল এলাকায় আর্মেনিয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের চেষ্টা করে। আমাদের বেশ কয়েকটি আবাসিক এলাকায় আর্মেনিয়ান সশস্ত্র বাহিনী গুলি চালায়। সাথে সাথে তাদের কঠোর জবাব দেয়া হয়েছে। আর্মেনিয়ান সেনাবাহিনীর হামলার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানায় আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিরতি লঙ্ঘন করায় আর্মেনিয়ান সামরিক বাহিনীর সাঁজোয়া যান আজারবাইজান সেনাবাহিনী ড্রোন হামলার মাধ্যমে ধ্বংস করে দিয়েছে।

উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর বিতর্কিত নাগরনো-কারাবাখ নিয়ে লড়াই শুরু হয় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে। নাগরনো-কারাবাখ আজারবাইজানের অঞ্চল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও এটি দখলে রেখেছে আর্মেনিয়ার মদদপুষ্ট গোষ্ঠী। গত দুই সপ্তাহের সংঘাতে তিন শতাধিক মানুষ নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে অনুষ্ঠিত শান্তি আলোচনায় অংশ নেন আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী। টানা ১০ ঘণ্টার ওই বৈঠকে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। এর মধ্য দিয়ে টানা দুই সপ্তাহের ভয়াবহ যুদ্ধের অবসান হতে যাচ্ছে ককেশাস অঞ্চলের এই দুই দেশে।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *