fbpx
হোম বিনোদন ম্যাজিক বাউলিয়ানাতে রংপুর থেকে চ্যাম্পিয়ন লালমনিরহাটের আমিনা খাতুন
ম্যাজিক বাউলিয়ানাতে রংপুর থেকে চ্যাম্পিয়ন লালমনিরহাটের আমিনা খাতুন

ম্যাজিক বাউলিয়ানাতে রংপুর থেকে চ্যাম্পিয়ন লালমনিরহাটের আমিনা খাতুন

1

শুক্রবার (১৮ অক্টোবর) ম্যাজিক বাউলিয়ানায় রংপুর অডিশনে চ্যাম্পিয়ন হয়েছেন আমিনা খাতুন।

‘শোনাও বাউল গান, মাতাও বাংলার প্রাণ’ এই স্লোগানকে লালন করে এবারও শুরু হয়েছে ফোক গানের বৃহৎ রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’। প্রথম চট্টগ্রাম ও কুষ্টিয়ার পরে ভাওয়াইয়ার নগর রংপুর বিভাগীয় অডিশনে চ্যাম্পিয়ন হয়ে ঢাকার মুল অডিশনে সুযোগ পেয়েছেন আমিনা খাতুন।

আমিনার নিজ বাসা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়। ছোটবেলা থেকে গানের সাথে যুক্ত আমিনা খাতুন হাতে খড়ি নেন সঙ্গীত শিল্পী রামপদ রায়ের কাছে। পরে পড়ালেখা আর সঙ্গীতের ব্যাপকতা ছড়াতে পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রামে যাওয়া-আসার এক সময় সেখানে জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী ও ওস্তাদ শফিকুল ইসলাম শফি’র শরণাপন্ন হন। সেখান থেকেই ধীরে ধীরে তার সুরের মূর্ছনা ছড়িয়ে যেতে থাকে গোটা রংপুর অঞ্চলে।

আমিনা খাতুন এই প্রথম বৃহত্তম রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’তে অংশ নিয়েই প্রায় ১ হাজার রেজিষ্ট্রেশনকৃত প্রতিযোগীকে পেছনে ফেলে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে সবাইকে তাক লাগিয়ে ঢাকার মুল অডিশনে জায়গা করে নিয়েছেন। রংপুর থেকে আমিনা ছাড়াও আরও দু’জন মিলে মোট ৩ জন ঢাকার মুল রাউন্ডে যাওয়ার সুযোগ পান।

চেঞ্চ টিভিতে দেয়া সাক্ষাৎকারে আমিনা জানান, ” এক হাজার প্রতিযোগীর মাঝে আমি যে এত বড় প্লাটফর্ম এ যেতে পেরেছি এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। শ্রদ্ধা জানাই হাতে খড়ি সঙ্গীত গুরু রামপদ স্যার ও আমার উপজেলার কিছু মানুষদের প্রতি। এবং বর্তমান সঙ্গীত গুরু শফিকুল ইসলাম শফিকে, যার মানসিক সমর্থনে এতদুর আসা।”
তার ওস্তাদ শফি জানান, “আমেনা খাতুন প্রচুর ধৈর্য্যশীল। গানের জন্য বহু বকাঝকা খেয়েও কখনো ধৈর্য্যহারা হয়নি। তার সব সময় গানকে ঘিরেই বড় স্বপ্ন। আমার বিশ্বাস সে এখান থেকে তার স্বপ্ন পুরনে এগিয়ে যাবে।”

এছাড়াও তার শুভাকাঙ্খী, আত্বীয় স্বজন, বন্ধু-বান্ধবসহ সকলে এই রিয়েলিটির মাধ্যমে চুড়ান্ত পর্বে গিয়ে ভালো ফলাফল করবে বলে প্রত্যাশা করেন।

Like
Like Love Haha Wow Sad Angry
24

Comment()

  1. আমিনা শুধু বাংরাদেশে নয়, আমিনা দেশ থেকে বিদেশের মাটিতেও সমান পারদর্শী। ২০১৯ শের জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগীতায় জাতীয় পুরস্কার পায়। এবং ভারত সরকারের আমন্ত্রনে রাষ্ট্রিয় আমন্ত্রনে রাজ্য ভাওয়াইয়ার মত অনুষ্ঠানে ভাওয়াইয়া পরিবেশন করে সাফল্যের সাক্ষর রাখে, যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অনুকরনিয়।

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *