fbpx
হোম ক্রীড়া মুস্তাফিজের আবেগঘন বার্তা
মুস্তাফিজের আবেগঘন বার্তা

মুস্তাফিজের আবেগঘন বার্তা

0

প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়ায় আইপিএল পর্ব শেষ হয়ে গেছে রাজস্থান রয়্যালসের। ইতিমধ্যে দলটির প্রায় সব খেলোয়াড় এবং স্টাফরা টিম হোটেল ত্যাগ করে যার যার গন্তব্যে চলে গেছেন। ফ্রাঞ্জাইজিটির তারকা খেলোয়াড় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানও আবুধাবিতে বাংলাদেশ দলের নির্ধারিত টিম হোটেলে উঠেছেন।

আইপিএলের এবারের মৌসুমে সবগুলো ম্যাচই খেলেছেন মুস্তাফিজ। ১৪ ম্যাচে সমান ১৪টি উইকেট শিকার করেছেন। মোটকথা রাজস্থানের পেস বোলিং আক্রমণের নেতৃত্বে ছিলেন কাটার মাস্টার। দলকে প্লে-অফে উঠাতে না পারলেও নিজের বিচক্ষণ বোলিং ও পারফরম্যান্স দিয়ে জিতে নিয়েছেন সমর্থকদের হৃদয়। ফ্রাঞ্জাইজি কর্তৃপক্ষ ও টিম ম্যানেজম্যান্টও তার ওপর অনেক খুশি বলেই মনে হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে রাজস্থানকে নিয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন মুস্তাফিজুর রহমান।

বলেন, ‘আমরা এভাবে টুর্নামেন্ট শেষ করতে চাইনি। দুর্ভাগ্যবশত, আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে এটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে, কারণ দল এবং ভক্তদের কাছ থেকে আমি অনেক ভালবাসা পেয়েছি।

নিঃস্বার্থ সমর্থনের জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। পরবর্তী মৌসুম (আইপিএলের ১৫তম আসর) পর্যন্ত বিদায়।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *