fbpx
হোম আন্তর্জাতিক মিয়ানমারে বিক্ষোভ দমাতে আরও ৯ জনকে হত্যা
মিয়ানমারে বিক্ষোভ দমাতে আরও ৯ জনকে হত্যা

মিয়ানমারে বিক্ষোভ দমাতে আরও ৯ জনকে হত্যা

0

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে আরও ৯ জনকে হত্যা করেছে ।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়তে একটি বিক্ষোভে সংঘর্ষের সময় দু’জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ইয়াঙ্গুনে পুলিশ গুলি চালিয়ে আরও একজনকে হত্যা করেছে।

মিংগিয়ান শহরে আরেকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। মিংগিয়ানের শিক্ষার্থী সমাজকর্মী মো মিন্ট হেইন জানান, তারা তাজা বুলেট দিয়ে আমাদের ওপর গুলি চালিয়েছে। একজন মারা গেছেন। তার বয়স কম, একটি কিশোর ছেলে, মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন।

গতকাল দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সহযোগিতা জোট-আসিয়ান এর পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার অনলাইনে এক বৈঠকে মিলিত হন। তবে বৈঠকে মিয়ানমার ইস্যুতে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে পারেননি তারা। মন্ত্রীরা অং সান সু চিকে মুক্তি দিতে মিয়ানমারের সামরিক সরকারের প্রতি আহ্বান জানান।

গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চিসহ মিয়ানমারের নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট ও অধিকাংশ মন্ত্রীদের আটক করে। এর কয়েকদিন পর থেকেই দেশটির সর্বস্তরের জনতা রাস্তায় বিক্ষোভ শুরু করে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *