fbpx
হোম অন্যান্য মানুষের মাথায় ‘মগজখেকো’ অ্যামিবার সন্ধান !
মানুষের মাথায় ‘মগজখেকো’ অ্যামিবার সন্ধান !

মানুষের মাথায় ‘মগজখেকো’ অ্যামিবার সন্ধান !

0

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পানিতে ‘মগজখেকো’ এক ধরনের অ্যামিবার সন্ধান পাওয়া গেছে। গত ৮ সেপ্টেম্বর প্রথম ৬ বছর বয়সী এক শিশুর দেহে এই ‘মগজখেকো’ অ্যামিবার অস্তিত্ব পাওয়া যায়।

শিশুটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে এ বিষয়ে শহরের লোকজনকে সতর্ক করা হয়। সে কারণে ওই অঙ্গরাজ্যের ৮টি শহরে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

টেক্সাসের দক্ষিণ-পূর্বাঞ্চলে সরবরাহকৃত পানিতে ‘মগজখেকো’ অ্যামিবার অস্তিত্ব পেয়েছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এককোষী মুক্তজীবী এ প্রাণীটি মানুষের শরীরে ঢুকতে পারলে মস্তিষ্ক ধ্বংস করে দেয়। টেক্সাসের লেক জনসন, ফ্রিপোর্ট, অ্যাংলেটন, ব্রাজোরিয়া, রিচউড, ওয়েস্টার ক্রেক, ক্লুট এবং রোজেনবার্গের বাসিন্দাদের সরবরাহকৃত পানি পান না করার জন্য সতর্ক করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় সরবরাহকৃত ওই পানিতে ‘মগজখেকো’ অ্যামিবার সন্ধান পাওয়া গেছে। গবেষকেরা পানি পরীক্ষা করে এতে ‘নেগলেরিয়া ফাওলেরি’ নামের এককোষী প্রাণীর অস্তিত্বের বিষয়টি নিশ্চিত হয়েছেন। এ ধরনের অ্যামিবা মস্তিষ্কে সংক্রমণ সৃষ্টি করে, যা পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করতে পারে।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, এ ধরনের ‘মগজখেকো’ অ্যামিবা সাধারণত মাটি, উষ্ণ পানির লেক, নদী এবং উষ্ণ ঝরনার পানিতে পাওয়া যায়। সুইমিংপুলে অপরিষ্কার এবং জীবানুমুক্ত না করা পানি ও শিল্পকারখানার উষ্ণ পানি পড়ে এমন জায়গাতেও এ ধরনের অ্যামিবার দেখা মিলতে পারে।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *