fbpx
হোম আন্তর্জাতিক মহানবীর ব্যঙ্গচিত্র আঁকা লার্স ভিল্কস সড়ক দুর্ঘটনায় নিহত
মহানবীর ব্যঙ্গচিত্র আঁকা লার্স ভিল্কস সড়ক দুর্ঘটনায় নিহত

মহানবীর ব্যঙ্গচিত্র আঁকা লার্স ভিল্কস সড়ক দুর্ঘটনায় নিহত

0
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ব্যঙ্গচিত্র তৈরি করা সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

রবিবার এ দুর্ঘটনায় ভিল্কসের সাথে থাকা দুই পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। আর আহত হন ট্রাকটির ড্রাইভার। বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

পুলিশের পক্ষ থেকে কিছু বলা না হলেও ভিল্কসের স্ত্রী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ৭৫ বছর বয়সী ভিল্কস তার আঁকা ব্যঙ্গচিত্রের কারণে হত্যার হুমকি পেয়েছিলেন। এ কারণে তাকে পুলিশী নিরাপত্তা দেয়া হত।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লার্স ভিল্কস পুলিশের একটি গাড়িতে চড়ে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কইয়ার্ড শহরে ভ্রমণ করছিলেন এবং সেই সময় একটি ট্রাকের সাথে গাড়িটির সংঘর্ষ ঘটে।

২০০৭ সালে প্রকাশিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটি কার্টুন এঁকে ক্ষোভের মুখে পড়েন লার্স ভিল্কস। তার আঁকা ছবি প্রকাশিত হলে বহু মুসলমান ক্ষুব্ধ হন। মহানবীর ছবি আঁকা ইসলামের দৃষ্টিতে ব্লাসফেমি হিসেবে গণ্য হয়।

একারণে তখনকার প্রধানমন্ত্রী ফ্রেডরিক রেইনফেল্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতের সাথে দেখা করেন। কিন্তু আল কায়েদা ভিল্কসের মাথার জন্য এক লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে। ২০১৫ সালে কোপেনহেগেনে বন্দুক হামলার শিকার হলেও বেঁচে যান তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *