fbpx
হোম ক্রীড়া ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি মেসিভক্ত সেই শিশুর জীবন !
ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি মেসিভক্ত সেই শিশুর জীবন !

ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি মেসিভক্ত সেই শিশুর জীবন !

0

২০১৬ সালের জানুয়ারিতে পাঁচ বছর বয়সী এই বালক বিশ্ব মিডিয়ার নজর কেড়েছিল একটি ছবির মাধ্যমে, যেখানে তার গায়ে প্লাস্টিকের জার্সি।

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের আদলে তৈরি করা ওই জার্সির পেছনে লেখা ছিল ‘মেসি ১০’। তার ভাইয়ের তোলা ওই ছবি হয়েছিল ভাইরাল। আফগানিস্তানের এই ছোট্ট ভক্তের কথা জানতে পেরে তার সঙ্গে দেখাও করেন লিওনেল মেসি। তারপর থেকে বদলে গেছে মুর্তজার জীবন, মুখোমুখি হতে হয়েছে ভয়াবহ অভিজ্ঞতার।

ওই ছবি ভাইরাল হওয়ার প্রায় এক বছর পর ২০১৬ সালের ডিসেম্বরে মেসির সঙ্গে দারুণ এক সময় কাটায় মুর্তজা, যখন তার বয়স ৬ বছর। কাতারের দোহায় আল আহলের বিপক্ষে এক প্রীতি ম্যাচে তাকে কোলে তুলে নেন বার্সেলোনা ফরোয়ার্ড। ম্যাচ শুরুর আগে মেসির সঙ্গে ছবিও তোলে ‘প্লাস্টিক জার্সি’ বালক। কিন্তু সে দেশে ফেরার পর তার পরিবারের জন্য দুঃস্বপ্নের জীবন শুরু হয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এমন গল্প শুনিয়েছে ব্লিচার রিপোর্ট।

প্রাণনাশের হুমকি, অপহরণের আশঙ্কায় শেষ পর্যন্ত নিজের শহর গজনি ও পরিবার ছেড়ে চলে যায় মুর্তজা। তার বড় ভাই হুমায়ুন জানালো, মেসিভক্তিতে কী সর্বনাশ তার ডেকে এনেছিলেন। মুর্তজার সহোদর বলে, ‘আমি গুঞ্জন শুনলাম যে মেসি মুর্তজার সঙ্গে দেখা করতে চান।’ বাবা আরিফ এরপর শুরু করলেন, ‘দ্রুত মেসির কাছের লোকদের কাছ থেকে দুটি বাক্স এলো আমাদের বাড়িতে। যখন বক্সগুলোর দিকে তাকালাম, ভেবেছিলাম হয়তো মুর্তজার জন্য একটায় খেলনা আরেকটিতে কিছু ডলার থাকবে। কিন্তু না, একটা বল আর একটায় জার্সি।’

ওই উপহার বাক্সটি আসার পর থেকে সমস্যার শুরু। আশপাশের লোকরা মনে করলো আহমাদি পরিবারের কাছে অনেক ডলার এসেছে। তখন থেকে সন্দেহের চোখে তাকাতে থাকলো অনেকে। তালিবানের কাছ থেকে একটি চিঠি এসেছিল তাদের কাছে। পুরো পরিবারকে অপহরণের হুমকি দিয়েছিল তারা। ওই চিঠি পেয়ে নিরাপদ কোথাও আশ্রয়ের আবেদন করেছিল আহমাদি পরিবার, কিন্তু প্রত্যাখ্যান করা হয়।
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *