fbpx
হোম আন্তর্জাতিক ভয়ংকর এই মিসাইল পানির নিচে থাকে বছরের পর বছর !
ভয়ংকর এই মিসাইল পানির নিচে থাকে বছরের পর বছর !

ভয়ংকর এই মিসাইল পানির নিচে থাকে বছরের পর বছর !

0

পশ্চিমা সংবাদমাধ্যমের রিপোর্ট অনুয়ায়ী রাশিয়ার হাতে এসেছে মারাত্মক এক বোমা, যাকে বলা হচ্ছে, দুনিয়ার সব থেকে মারাত্মক বিষাক্ত বোমা। নাম ডুমস ডে বোম্ব। রাশিয়ার এই ডুমস ডে বোম্ব আসলে স্কিফ মিসাইল।

এ বছর ফেব্রুয়ারি মাসে এই ক্ষেপণাস্ত্রটি চোখে পড়ে বিশেষজ্ঞদের। প্রথমে মনে করেছিলেন এটি রাশিয়ায় সুনামি মেকার। কিন্তু তারা বুঝতে পারেন এটি আসলে স্কিফ মিসাইল।

রিমোর্ট কন্ট্রোলের সাহায্যে ফাটানো যায় এটিকে। ২৫ মিটার লম্বা ও ১০০ টন ওজনের এই ক্ষেপণাস্ত্র সমুদ্রের ৩০০০ ফিট গভীরে পড়ে থাকতে পারে বছরের পর বছর।

বিশেষজ্ঞরা বলছেন, ৬০০০ কিলোমিটার দূরের কোন লক্ষবস্তুকে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। একবার বিস্ফোরণ ঘটলে সমুদ্রের একটি বিরাট অংশ দূষিত করতে পারে।

সমরাস্ত্র বিশেষজ্ঞদের মতে, এই মিসাইল ফাটলে তা একাধিক যুদ্ধজাহাজ ধ্বংস করে দিতে পারে। পাশাপাশি ব্রিটিশ দ্বীপপুঞ্জের আসপাশ ও মার্কিন উপকূল পর্যন্ত কয়েক বছর দূষিত করে রাখতে পারে।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *