fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা ভারতে আতঙ্কে রয়েছে ২০ কোটি মুসলিম
ভারতে আতঙ্কে রয়েছে ২০ কোটি মুসলিম

ভারতে আতঙ্কে রয়েছে ২০ কোটি মুসলিম

0

প্রায় ২০ কোটি ভারতীয় মুসলিম আতঙ্কিত বলে মন্তব্য করেছে ‘দ্য ইকনমিস্ট’ ।

পাশাপাশি ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন ‘সিএএ’ এবং জাতীয় নাগরিকপঞ্জি ‘এনআরসি’ ইস্যুতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে লন্ডনের এ প্রভাবশালী পত্রিকা ।

পত্রিকায় বলা হয়েছে, ভারতের ২০ কোটি মুসলিম আতঙ্কিত ! তাদের আশঙ্কা, নরেন্দ্র মোদি ‘হিন্দু রাষ্ট্র’ গঠনের দিকে এগোচ্ছেন । গতমাসে ভারত সরকার যে আইন এনেছে, তাতে মুসলিম বাদে বাকিদের নাগরিকত্ব পাওয়া সহজ করে দেওয়া হয়েছে । একইসঙ্গে ১৩০ কোটি মানুষের নাগরিকত্ব যাচাই করতে উদ্যত হয়েছে বিজেপি সরকার, যাতে বেআইনি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা যায় । কিন্তু ২০ কোটি মুসলিমদের অধিকাংশেরই নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নেই । দেশ হারানোর পথে তারা । যারা জালে ধরা পড়বেন, তাদের জন্য ডিটেশন ক্যাম্প তৈরিরও নির্দেশ দিয়েছে সরকার ।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে বিজেপির জন্য যা অমৃত সমান,  ভারতের জন্য তা রাজনৈতিক বিষ । সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতি-নিয়ম বিসর্জন দিয়ে যে পদক্ষেপ গ্রহণ করছেন মোদি, তা ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোর ক্ষতিসাধন করবে । আগামী কয়েক দশক ধরে এর ফল ভুগতে হবে ভারতকে । ‘দ্য ইকনমিস্ট’ বলেছে, নরেন্দ্র মোদির সাম্প্রদায়িক পদক্ষেপ গ্রহণ ভারতের গণতান্ত্রিক ভিত্তিকে ভেঙে দিচ্ছে । দ্বিতীয়বার ক্ষমতায় এসে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে নরেন্দ্র মোদির ।

Like
Like Love Haha Wow Sad Angry
tags:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *