fbpx
হোম আন্তর্জাতিক ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন

0

ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে ভোটাভুটি শেষ হয়েছে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায়। সোমবার (৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে কনজারভেটিভ পার্টির নেতার নাম। তিনিই হবেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

প্রায় দুমাস ধরে চলা এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে দুই প্রার্থীর মধ্য থেকে একজনকে বেছে নিতে শুক্রবার ভোট হয়।

এই দুই প্রার্থী হলেন, সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক ও পররাষ্ট্র সচিব লিজ ট্রাস। এই প্রতিযোগিতার ফল সোমবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিট এ ঘোষণা করা হবে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দু’জনের মধ্যে লিজ ট্রাসই প্রধানমন্ত্রী হতে পারেন বলে মনে করা হচ্ছে। জনমত জরিপে সম্প্রতি ঋষি সুনাকের চেয়ে লিজ ট্রাসকেই অনেক বেশি এগিয়ে থাকতে দেখা গেছে।

সুনাক পার্লামেন্টে কনজারভেটিভ এমপিদের পছন্দের প্রার্থী হলেও দলের প্রায় দুই লাখ টোরি (কনজারভেটিভ) ভোটারের অধিকাংশ ট্রাসের দিকেই ঝোঁকে।

ভোটাভুটি শেষ হওয়ার পর লিজ ট্রাস বলেন, আমার একটি দৃঢ় পরিকল্পনা আছে, যা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। আমি যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হই, তাহলে কখনোই কাউকে আমাদের ছোট করে কথা বলতে দেব না। আমাদের এ দেশের সাফল্য নিশ্চিত করতে আমি আমার সাধ্যমতো সবকিছু করব।

ঋষি সুনাক বলেন, দেশের সাবেক অর্থমন্ত্রী হিসেবে চ্যালেঞ্জ মোকাবিলায় তার যে অভিজ্ঞতা রয়েছে, তা দিয়ে দেশের বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় তিনিই সবচেয়ে বেশি কাজ করতে পারবেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ অনুষ্ঠিত হবে। যেখানে রানী এলিজাবেথ তার গ্রীষ্মকাল কাটিয়েছিলেন।

এপিসোডিক গতিশীলতার সমস্যার কারণে ৯৬ বছর বয়সী রানীকে এই বছর তার জনসাধারণের উপস্থিতি কমিয়ে আনতে হয়েছে। নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করতে লন্ডন ভ্রমণ করবেন না রানী।

ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন প্রথমে মঙ্গলবার সকালে ডাউনিং স্ট্রিটের বাইরে একটি বিবৃতি দেবেন বলে আশা করা হচ্ছে। এরপর দুপুরের দিকে রানীকে তার পদত্যাগপত্র দেওয়ার জন্য স্কটল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরু করবেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জনসনের সঙ্গে হয় ট্রাস বা সুনাক তখন রানীর সঙ্গে দেখা করবেন ও সরকার গঠন করার দায়িত্ব গ্রহণ করবেন।

বিজয়ী নতুন প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিটের বাইরে একটি বক্তৃতা দিতে লন্ডনে ফিরে যাবেন। এরপর নতুন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা নিয়োগ করবেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *