fbpx
হোম আন্তর্জাতিক ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করলো ইরান
ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করলো ইরান

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করলো ইরান

0

ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে ফের তলব করেছে তেহরান। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং নতুন করে লন্ডনের পক্ষ থেকে তেহরানরে ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

গতকাল সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে ইরানের পক্ষ থেকে প্রতিবাদ জানান। খবর-পার্সটুডের।

তিনি ব্রিটিশ রাষ্ট্রদূতকে বলেছেন, কথিত মানবাধিকার ইস্যুতে লন্ডন যে ধরনের ব্যবস্থা নিয়েছে তার বিরুদ্ধে একই রকম ব্যবস্থা নেয়ার অধিকার তেহরানেরও আছে। এ নিয়ে গত কয়েক মাসে ইরান ব্রিটিশ রাষ্ট্রদূতকে অন্তত তিনবার তলব করল।

এর আগে গতকাল সকালে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর ইরানের নৈতিকতা পুলিশের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এছাড়া এই বাহিনীর প্রধান মোহাম্মাদ রুস্তমী চেশমেহ এবং তেহরান ডিভিশনের প্রধান আহমদ মির্জায়িকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এই দুই পুলিশ কর্মকর্তা ইরানে সম্প্রতি নিহত ২২ বছর বয়সী তরুণী মাহসা আমিনির মৃত্যু এবং চলমান সহিংসতা দমনে কঠোর ভূমিকা রেখেছে বলে ব্রিটেন অভিযোগ করছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *