fbpx
হোম অন্যান্য ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত
ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত

ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত

0

‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২০।

এই উপলক্ষে অদ্য ৩১-১০-২০২০ খ্রিঃ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রীলশেডে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান এর সভাপতিত্বে এই দিবস পালিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ব্রাহ্মণবাড়িয়া, মোজাম্মেল হোসেন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), আবু সাঈদ, সহকারী পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), আলাউদ্দিন চৌধুরীসহ কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করবে।

এ সময় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো তরান্বিত ও উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে জেলার সেরা কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *