fbpx
হোম রাজনীতি বিএনপির ৫ নেতা সাময়িক বহিষ্কার
বিএনপির ৫ নেতা সাময়িক বহিষ্কার

বিএনপির ৫ নেতা সাময়িক বহিষ্কার

0

সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী ও উপজেলার তৎকালীন সাধারণ সম্পাদক সরকার শহীদুল ইসলাম ওরফে সরকার শহীদের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। 

বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য (সিরিয়াল ৩) সরকার শহীদের পদ স্থগিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সূত্র নং- বিএনপি/ সাধারণ/৭৭/৬৭/২০২২ স্মারকে দলীয় প্যাডে রিজভী নির্দেশিত হয়ে সরকার শহীদের পদ স্থগিত করেছেন বলে উল্লেখ করেছেন।

রিজভি লিখেছেন- দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে আগামী তিন মাসের জন্য সরকার শহীদের মধুপুর উপজেলা বিএনপির সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত থাকবে।
অন্যদিকে একই তারিখে স্বাক্ষরিত পৃথক সূত্রে তিনি উপজেলা ও পৌর বিএনপি ও শ্রমিক দলের আরও ৫ নেতাকে নির্দেশিত হয়ে দল থেকে সাময়িক বহিষ্কারের ঘোষণা দিয়েছেন।

এ তালিকায় আছেন উপজেলা বিএনপির সাবেক কর্মী রাজিব ও পরাগ, মধুপুর পৌর বিএনপির সাবেক নেতা খোকা, মধুপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোহম্মদ আব্দুল, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সম্পাদক কাইয়ুম মুন্সী।
এ খবর শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে প্রকাশ হওয়ার সাথে সাথে বিএনপি সরকার শহীদের সমর্থকদের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়েছে। সামজিক যোগাযোগ মাধ্যমে তারা নানা প্রতিক্রিযা ব্যক্ত করছেন। জবাবে প্রতিপক্ষও সরব থাকছে।

২০১৮ সাল থেকে চলে আসা মধুপুর উপজেলা বিএনপির বিভক্তিতে এ নতুন মাত্রা যুক্ত হলো বলে মন্তব্য করেছেন রাজনৈতিক সচেতন জনৈক ব্যক্তি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *