fbpx
হোম অন্যান্য বাড়িতেই করোনা চিকিৎসা করা সম্ভব: ডা. জাফরুল্লাহ
বাড়িতেই করোনা চিকিৎসা করা সম্ভব: ডা. জাফরুল্লাহ

বাড়িতেই করোনা চিকিৎসা করা সম্ভব: ডা. জাফরুল্লাহ

0

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, একটি থার্মোমিটার, একটি পালস অক্সিমিটার ও ব্লাড প্রেশার পরিমাপের মেশিন ও কিছু ঔষধ থাকলেই বাড়িতে করোনার প্রাথমিক চিকিৎসা করার জন্য যথেষ্ট।

বৃহস্পতিবার দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণস্বাস্থ্য ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাফরুল্লাহ বলেন, বাড়িতে বসে করোনার প্রাথমিক চিকিৎসা দিতে হলে একটি থার্মোমিটার, একটি পালস অক্সিমিটার ও ব্লাড প্রেশার পরিমাপের মেশিন থাকলেই যথেষ্ট। ব্লাড প্রেসার মাপতে হলে শুধু তিনটি যোগ্যতা থাকতে হবে। দৃষ্টি শক্তি, শ্রবণ ক্ষমতা ও ইংরেজি সংখ্যা পড়ার সক্ষমতা। এটা কঠিন কিছু নয়। মূল কাজটা হলো একটা লোককে ট্রেনিং দেওয়া। প্রয়োজনীয় ওষুধগুলো আমরা বিনা পয়সায় সরবরাহ করবো। কেবল পরীক্ষার খরচটা তাকে দিতে হবে।

উদ্বোধনী বক্তব্যে গণস্বাস্থ্যের ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবার ভূয়সী প্রশংসা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, আমাদের করোনা রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছে না। আমরা সুশিক্ষিত একটি দল নিয়ে যদি মানুষের দরজায় যেতে পারি সেটা অনেক সুফল বয়ে আনবে। ঠিক মতো পরিচলনা করতে পারলে এই সেবার মাধ্যমে মানুষ অনেক উপকৃত হবে। এটি গণস্বাস্থ্য কেন্দ্রের সময়োপযোগী একটি পদক্ষেপ।

ডা. জাফারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্রাম্যমান করোনা চিকৎসা সেবার টিম লিডার অধ্যাপক ডা. শওকত আরমান, সোস্যাল সেক্টর ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক ডা. এএম জাকির হোসাইন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক নাসিমা ইয়াসমিন প্রমুখ।

পরে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ভ্রাম্যমাণ করোনা চিকিৎসার জন্য নির্ধারিত এলাকায় জনস্বার্থে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আগ্রহী ব্যক্তি ও পরিবার নিম্ন ঠিকানায় নিবন্ধন করে চিকিৎসা সেবা নিতে পারেন।

নিবন্ধন করুন: গণস্বাস্থ্য নগর হাসপাতাল-
ঠিকানা: বাড়ী ১৪/ই, রোড নং ০৬, ধানমন্ডি, ঢাকা-১২০৫।
ফোন: ৯৬৭০০৭১-৫, ৯৬৭৩৫১২,৯৬৭৩৫০৯, ০১৭০৯৬৬৩৯৯৪,+৮৮০৯৬০২১১১৯৪০, +৮৮০৯৬০২১১১৯৪১

ই-মেইল: gdc@gonoshasthaykendra.org, ওয়েভ: www. Gonoshasthayakendra.org. এছাড়াও আপনি আমাদের সহযোগিতা নিতে পারেন CodcRed SOS এপস এর মাধ্যমে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *