fbpx
হোম রাজনীতি বারী সিদ্দিকী চলে যাওয়ার ৩ বছর পূর্ণ হলো আজ
বারী সিদ্দিকী চলে যাওয়ার ৩ বছর পূর্ণ হলো আজ

বারী সিদ্দিকী চলে যাওয়ার ৩ বছর পূর্ণ হলো আজ

0

আজ ২৪ নভেম্বর। দেশের প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর প্রয়াণের তৃতীয় মৃত্যুবার্ষিকী।

বাংলাদেশ টেলিভিশনে সংগীত পরিচালক ও মুখ্য বাদ্যযন্ত্রশিল্পী হিসেবে কর্মরত ছিলেন তিনি। সংগীতের সঙ্গে  দীর্ঘদিন জড়িত থাকায় সবার কাছে বারী সিদ্দিকী সংগীতশিল্পী হিসেবে পরিচিতি পান।

মাত্র সাত-আট বছর বয়সেই মা জহুর-উন-নিসার কাছে গান শেখা শুরু করেন তিনি। ১৯৯৫ সালে বিটিভির ‘রং-এর বারৈ’ অনুষ্ঠানে প্রথম গান করেন তিনি। তবে মার কাছ থেকে জীবনে তিনি প্রথম যে গানটির সুর বাঁশিতে তুলে নিয়েছিলেন সেই সুরটিই তিনি পরবর্তীতে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে ব্যবহার করেছিলেন।

সেটি ছিল শ্যাম বিচ্ছেদের একটি সুর। কলিটা ছিল এরকম ‘আষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি, মধ্যে মধ্যে ছ্যাদা; নাম ধরিয়া ডাকে বাঁশি, কলঙ্কিনী রাধা। ছবিতে তিনি ছয়টি গান গেয়েছেন।

তার জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘শুয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’, ‘পুবালী বাতাসে’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘ওলো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো’। এরপর তিনি আরও কিছু চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। চলচ্চিত্রের গানে আকাশছোঁয়া জনপ্রিয়তা পাওয়ার পরপরই বাজারে তার দুটি একক অ্যালবাম আসে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *