fbpx
হোম গণমাধ্যম বাংলাদেশ বেতারে পদোন্নতির বৈষম্য
বাংলাদেশ বেতারে পদোন্নতির বৈষম্য

বাংলাদেশ বেতারে পদোন্নতির বৈষম্য

0

বাংলাদেশ বেতারে কোনো শূন্য পদ না থাকায় যোগ্যতা থাকা সত্ত্বেও ১৮৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিতে পারছে না বলে জানা যায় ।

১৮৮ জন সবাই বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা। এদের মধ্যে নবম গ্রেডের কর্মকর্তা ৭৫ জন, ষষ্ঠ গ্রেডের ৯৬ জন, পঞ্চম গ্রেডের ১০ জন এবং চতুর্থ গ্রেডের ৭ জন। জাতীয় সংসদ ভবনে সম্প্রতি অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব তথ্য উপস্থাপন করা হয়।

বেতার কর্তৃপক্ষ জানায়, এই ১৮৮ জন কর্মকর্তা পদোন্নতির সব শর্ত পূরণ করলেও প্রকৃতপক্ষে শূন্য পদ না থাকায় তাদের পদোন্নতি দেয়া সম্ভব হচ্ছে না। কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্যরা বাংলাদেশ বেতারে কর্মরত বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়ার বিষয়টিকে অমানবিক ও বৈষম্যমূলক বলেও উল্লেখ করেন। কমিটি প্রয়োজনে সুপারনিউমারারি পদ সৃষ্টির মাধ্যমে অতিদ্রুত এসব কর্মকর্তাদের পদোন্নতির ব্যবস্থা করে এই বৈষম্য নিরসনের সুপারিশ করে।

বেতারের মহাপরিচালক নারায়ন চন্দ্র শীল কমিটিকে জানান, নবম গ্রেডে ৭৫ জন, ষষ্ঠ গ্রেডে ৯৬ জন, পঞ্চম গ্রেডে ১০ জন এবং চতুর্থ গ্রেডে সাতজনসহ মোট ১৮৮ জন কর্মকর্তা (বিসিএস তথ্য) পদোন্নতির সব শর্ত পূরণ করলেও প্রকৃতপক্ষে শূন্য পদ না থাকায় তাদের পদোন্নতি দেয়া সম্ভব হচ্ছে না। এ কারণে অন্যান্য ক্যাডারের ন্যায় সুপার নিউমারারি পদ অর্থাৎ অস্থায়ীভাবে পদ সৃজনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *