fbpx
হোম রাজনীতি বাংলাদেশে মোদির আমন্ত্রণ বাতিলের আহ্বান হেফাজত’র
বাংলাদেশে মোদির আমন্ত্রণ বাতিলের আহ্বান হেফাজত’র

বাংলাদেশে মোদির আমন্ত্রণ বাতিলের আহ্বান হেফাজত’র

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সরকার যে আমন্ত্রণ জানিয়েছে, তা বাতিল করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার ঢাকায় একটি সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

লিখিত বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা জুনায়েদ আল হাবিব বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনে এমন কাউকে বাংলাদেশে নিয়ে আসা উচিত হবে না, যাকে এ দেশের মানুষ চায় না বা যার আগমন এ দেশের মানুষকে আহত করবে। কারণ নরেন্দ্র মোদি একজন মুসলিমবিদ্বেষী হিসেবে সারা বিশ্বে পরিচিত।

ভারতে ঘটা মুসলিমবিরোধী একাধিক সহিংস ঘটনার জন্য নরেন্দ্র মোদির ভূমিকা রয়েছে বলে দাবি করেন জুনায়েদ আল হাবিব। এসব কারণে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনে নরেন্দ্র মোদি আসুক, সেটা চায় না হেফাজতে ইসলাম। তিনি বলেন, আমরা দেশের অধিকাংশ মানুষের সেন্টিমেন্টের প্রতি সম্মান দেখিয়ে বাংলাদেশ সরকারের নিকট নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ বাতিলের আহ্বান জানাই।

এ সময় তার সঙ্গে মঞ্চে বসে ছিলেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, মামুনুল হকসহ অন্যান্য নেতারা। তিনি বলেন, হেফাজতে ইসলামের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে রাজপথে কোনো মিছিল বা সরাসরি সংঘাতমূলক কোনো পদক্ষেপ তারা নেবেন না।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *