fbpx
হোম অন্যান্য বইমেলায় আসছে মাওলানা আজহারির প্রথম বই
বইমেলায় আসছে মাওলানা আজহারির প্রথম বই

বইমেলায় আসছে মাওলানা আজহারির প্রথম বই

0

ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির প্রথম বই ‘ম্যাসেজ: আধুনিক মননে দ্বীনের ছোঁয়া’ আসছে অমর একুশে বইমেলায়।

বইটি নিয়ে আসছে গার্ডিয়ান পাবলিকেশন্স। বিষয়টি নিশ্চিত করেছেন গার্ডিয়ান পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের।

তিনি বলেন, গার্ডিয়ান পাবলিকেশন্স থেকে শিগগিরই আসছে মিজানুর রহমান আজহারির বই ‘ম্যাসেজ : আধুনিক মননে দ্বীনের ছোঁয়া’। এখানে ১২টি ম্যাসেজ জাতির সামনে তুলে ধরা হয়েছে, যা এই সময়ে, এই প্রজন্মের জন্য জরুরি। বইটির প্রি-অর্ডার চলছে। আগামী ১০ এপ্রিল পর্যন্ত অগ্রিম অর্ডার গ্রহণ চলছে, ১১ এপ্রিল থেকে থেকে বইটি সারাদেশে বিতরণ করা হবে।

বইটি মেলায় পাওয়া যাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করছি মেলায় নিয়ে আসতে। শেষের দিকে হয়ত মেলায় বইটি পাওয়া যাবে। তবে করোনার বিষয়টিও আমরা মাথায় রাখছি। তাছাড়া শুক্রবার (২ এপ্রিল) থেকে প্রি-অর্ডার শুরু হয়েছে। প্রথম দিনেই পাঁচ হাজারের বেশি মানুষ প্রি-অর্ডার করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে প্রথম বই সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে আজহারি লিখেন, নিজেকে বাংলা সাহিত্য দুনিয়ায় যুক্ত করতে পেরে ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। আমি আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে উম্মাহর সামনে ১২টি ম্যাসেজ তুলে ধরেছি। অধীর আগ্রহে অপেক্ষা করছি পাঠক ফিডব্যাকের।

তিনি আরও লিখেন, সারা দেশে বিভিন্ন সময়ে আমি থিমেটিক কিছু আলোচনা করেছি; গ্রন্থের প্রতিটি লেখায় সেসব আলোচনার নোটই প্রাথমিক সোর্স। পরবর্তীতে বিভিন্ন তথ্য উপাত্ত সন্নিবেশ শেষে নতুন আঙ্গিকে গ্রন্থটির জন্য সর্বমোট ১২টি স্বতন্ত্র বার্তা তৈরি করেছি। এই ১২টি বার্তা নিয়েই আমার নতুন পথ-পরিক্রমা।

Like
Like Love Haha Wow Sad Angry
7

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *