fbpx
হোম আন্তর্জাতিক ফেসবুক আনছে ভার্চুয়াল মুদ্রা লিব্রা
ফেসবুক আনছে ভার্চুয়াল মুদ্রা লিব্রা

ফেসবুক আনছে ভার্চুয়াল মুদ্রা লিব্রা

0

শিঘ্রি ফেসবুক আনতে যাচ্ছে ‘লিব্রা’ নামে ভার্চুয়াল মুদ্রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ই-পেমেন্ট পদ্ধতি নতুন নয়। এ ক্ষেত্রে গ্রাহকসেবায় শীর্ষে আছে চীনের উইচ্যাট। আর ফেসবুক বড় আকারে বিশ্ব পরিমন্ডলে বিপুল সংখ্যক গ্রাহক সংযুক্ত করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে।

গতকাল মঙ্গলবার ‘লিব্রা’ নামের ক্রিপটোকারেন্সি উন্মুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এ ভার্চুয়াল মুদ্রা চালু করতে ২৮টি সহযোগী প্রতিষ্ঠানকে যুক্ত করেছে ফেসবুক। আর পুরো বিষয় দেখাশোনা করবে জেনেভাভিত্তিক প্রতিষ্ঠান লিব্রা অ্যাসোসিয়েশন।

২০২০ সালের শুরুর দিকে বা প্রথমার্ধেই নতুন এ মুদ্রা বাজারে চালু করা হবে বলে জানিয়েছেন ফেসবুকের কর্মকর্তারা। আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানানো হয়।

ফেসবুক কর্তৃপক্ষ ‘ক্যালিব্রা’ নামের একটি সাবসিডিয়ারি চালু করেছে, যা ডিজিটাল ওয়ালেট হিসেবে ভার্চুয়াল মুদ্রা সংরক্ষণ, আদান-প্রদান ও খরচ করার সুবিধা দেবে। ক্যালিব্রা ফেসবুকের কয়েক শ কোটি ব্যবহারকারীর মেসেজিং প্ল্যাটফর্মের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত থাকবে।

বিশেষজ্ঞদের মতে, গ্রাহকের প্রাইভেসি ও বিভিন্ন দেশের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ক্যালিব্রা’র জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *