fbpx
হোম গণমাধ্যম অনলাইন ফেসবুক আইডি হ্যাকড হলে প্রথমেই যা করবেন…
ফেসবুক আইডি হ্যাকড হলে প্রথমেই যা করবেন…

ফেসবুক আইডি হ্যাকড হলে প্রথমেই যা করবেন…

0

ফেসবুক অনেকেই হ্যাক করার চেষ্টা করে আর এতে হ্যাকাররা অনেক সময় সফলও হয়ে যায়। আর যে কারো আইডি হ্যাক করেই হ্যাকার ক্ষতি করতে পারেন। সেটা অন্য কারো আইডিতে বাজে মেসেজ হোক বা নিজের পার্সোনাল অনেক বিষয়ে জেনে যেতে পারে। তবে ক্ষতি হ্যাকার করলেও নাম কিন্তু ব্যবকারীরই পরে। সেক্ষেত্রে আইডি হ্যাক হওয়ার সাথে সাথেই পদক্ষেপ নিতে হবে। ফেসবুক আইডি হ্যাক হওয়া মাত্রই কী পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ।

১. প্রথমে http://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ করুন।

২. এরপর “My account is compromised”-এ ক্লিক করুন। হ্যাক হওয়া একাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা ২টি অপশনের (ইমেইল বা ফোন নাম্বার) যেকোনো একটির ইনফরমেশন দিন।

৩. প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত একাউন্টটিই দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরাতন পাসওয়ার্ড চাইবে; এখানে আপনার পুরাতন পাসওয়ার্ডটি দিয়ে “Continue” করুন।

৪. হ্যাকার যদি ইমেইল অ্যাড্রেস পরিবর্তন না করে থাকে তবে আপনার ইমেইলে রিকভারি অপশন পাঠানো হবে। এর মাধ্যমে অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।

৫. হ্যাকার যদি ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বরসহ লগইন করার জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে থাকে তবে Need another way to authentication? -> Submit a request to Facebook এ ক্লিক করলে ফেসবুক প্রোফাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফর্ম পূরণের মাধ্যমে হ্যাকড অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।

সোশ্যাল মিডিয়া হ্যাকিংয়ের শিকার হলে সিআইডির সাইবার পুলিশ সেন্টারে গিয়ে অভিযোগ জানাতে পারেন। এছাড়া যোগাযোগ করতে পারেন ০১৭৩০৩৩৬৪৩১ নম্বরে অথবা, smmcpc2018@gmail.com ঠিকানায় বিস্তারিত ইমেইল করতে পারেন।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *