fbpx
হোম আন্তর্জাতিক ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি ড্রোন ভূপাতিত করলো
ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি ড্রোন ভূপাতিত করলো

ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি ড্রোন ভূপাতিত করলো

0
গাজায় ইসরাইলি সেনাবাহিনীর গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্ট।

ইরান ভিত্তিক সংবাদ সংস্থা পার্সটুডে জানায়, সেখানকার ইসরাইলবিরোধী প্রতিরোধ আন্দোলন ‘পিপল্‌স ফ্রন্ট’-্এর সামরিক শাখা ‘আবু আলী মুস্তফা’ ব্রিগেডের যোদ্ধারা শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গাজার খান ইউনুস এলাকার আকাশে গুলি করে ইসরাইলি ড্রোনটি ভূপাতিত করেন।

তবে এ সম্পর্কে ইসরাইলি বাহিনী এখনো কোনো প্রতিক্রিয়া জানায় নি।

এর আগে ৮ সেপ্টেম্বর সোমবার রাতেও গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তে রাফাহ এলাকায় একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করেন ফিলিস্তিনি যোদ্ধারা। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ওই ড্রোনটি ভূপাতিত করেছিল। গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইলি জঙ্গিবিমান, হেলিকপ্টার ও ড্রোনগুলো গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বোমাবর্ষণ করে যাচ্ছে।

২০১৭ সালের ডিসেম্বর থেকে দখলদার ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় হাজার হাজার ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ২০০৬ সাল থেকে গাজা উপত্যকার ওপর জল, স্থল ও আকাশপথে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল। এর ফলে সেখানকার ১৭ লাখ অধিবাসী চরম মানবেতর জীবনযাপন করছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *