fbpx
হোম রাজনীতি পুলিশ-বিএনপির সংঘর্ষ:আসামি ৬শ’
পুলিশ-বিএনপির সংঘর্ষ:আসামি ৬শ’

পুলিশ-বিএনপির সংঘর্ষ:আসামি ৬শ’

0

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৬০ জন আহত হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা সহ দুটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১ আগস্ট) ভোরে ভোলা সদর থানায় থানার উপপরিদর্শক মো. জসিম উদ্দিন এসব মামলা দায়ের করেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সদর থানা সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধাদানের মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় সব পদাধিকারীকে আসামি করা হয়েছে। তবে এসব মামলায় এখন পর্যন্ত কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছে সদর থানা।

ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, মামলা ২টি একটি অপরটির সঙ্গে সম্পর্কযুক্ত। এ কারণে পুলিশের পক্ষ থেকে হত্যা মামলায় বাদী হয়েছে। এছাড়া, ভিকটিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করেনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, সরকারি কাজে বাধাদান ও হত্যা মামলাসহ ২টি মামলা হয়েছে। সরকারি কাজে বাধাদানের মামলায় ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া, হত্যা মামলায় অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ আসামি রয়েছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *