fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা পুলিশের তদন্তে মৃত, অথচ জীবিত ফিরে এলো মামুন !
পুলিশের তদন্তে মৃত, অথচ জীবিত ফিরে এলো মামুন !

পুলিশের তদন্তে মৃত, অথচ জীবিত ফিরে এলো মামুন !

0

অপহরণের পর খুন হওয়া যুবক মামুন ৬ বছর পর জীবিত ফিরে আসার ঘটনায় পুলিশ ও সিআইডির ৮ কর্মকর্তাকে তলব করেছে আদালত। নারায়ণগঞ্জের ফতুল্লায় এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

মামলায় বিভিন্ন মেয়াদে আসামি পক্ষের কারাভোগ এবং মৃত মামুন জীবিত ফিরে আসার ঘটনায় লিখিত তদন্ত প্রতিবেদনও চেয়েছেন আদালত। মামলার তদন্তকারী পুলিশ, ডিবি ও সিআইডির ৬ কর্মকর্তাসহ ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে তলব করেছেন আদালত।

নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ সুপার নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, এই মামলার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ, ডিবি ও সিআইডির যে কর্মকর্তারা সম্পৃক্ত ছিলেন তাদের তলব করেছেন আদালত।

শুক্রবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত এই নির্দেশ দেন। মামলার এজহার থেকে চার্জশিট পর্যন্ত পুলিশ ও সিআইডির যে ৬ জন কর্মকর্তা তদন্ত করেছেন তাদের সাত কার্য দিবসের মধ্যে লিখিত তদন্ত প্রতিবেদনসহ আদালতে হাজির হতে বলা হয়েছে।

মামলাটি যারা তদন্ত করেছেন তারা হলেন- ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান, উপপরিদর্শক সফিকুর রহমান, উপপরিদর্শক আশরাফুল ইসলাম, পুলিশ পরির্দশক মোহাম্মদ আফজাল হোসেন তালুকদার, সিআইডি উপপরিদর্শক জিয়াউদ্দিন উজ্জলসহ দুই ঊর্ধ্বতন কর্মকর্তা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *