fbpx
হোম আন্তর্জাতিক পাকিস্তানের ধর্মীয় নেতা হাফিজ সাইদ গ্রেফতার
পাকিস্তানের ধর্মীয় নেতা হাফিজ সাইদ গ্রেফতার

পাকিস্তানের ধর্মীয় নেতা হাফিজ সাইদ গ্রেফতার

0

সন্ত্রাসবাদে অর্থায়নের মামলায় অবশেষে গ্রেফতার হলেন পাকিস্তানভিত্তিক সংগঠন জামাত-উদ-দাওয়া (জেইউডি) প্রধান হাফিজ সাইদ। বুধবার (১৭ জুলাই) লাহোর থেকে গুজরানওয়ালা যাওয়ার পথে তাকে গ্রেফতার করে পাঞ্জাব কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর মুখপত্র ড. শাহবাজ গিল রয়টার্সকে জানিয়েছেন, গুজরানওয়ালার কাছাকাছি এলাকা থেকে হাফিজ সাইদকে গ্রেফতার করা হয়েছে।

সন্ত্রাস সংক্রান্ত একটি মামলায় গুজরানওয়ালা আদালতে জামিনের জন্য যাচ্ছিলেন হাফিজ সাইদ। গোপন সূত্রে আগেই সেই খবর পেয়েছিলেন সন্ত্রাসদমন শাখার গোয়েন্দারা। মাঝপথেই তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেন তারা।

কাউন্টার টেররিজম ইউনিটের এক মুখপাত্র জানিয়েছেন, গ্রেফতারের পর সাইদকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। সঙ্গে তার রিমান্ডও মঞ্জুর করেছেন আদালত। এছাড়া যৌক্তিক সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দেয়ার জন্যও নির্দেশ দিয়েছেন সিটিডিকে।

জঙ্গিবাদে অর্থায়ন এবং বিদেশে অর্থপাচারের অভিযোগে গত ৩ জুলাই, হাফিজ সাইদ, নায়েব ইমির আব্দুল রেহমান মাক্ষিসহ নিষিদ্ধ সংগঠন জামাত-উদ-দাওয়ার শীর্ষ ১৩ নেতাকে নজরদারিতে নেয়া হয়। তাদের বিরুদ্ধে জঙ্গিদের অর্থ যোগান দেওয়া, টাকা পাচার, জঙ্গি কার্যকলাপের মতো ধারায় ২০টিরও বেশি মামলা দায়ের হয়। তারই একটি মামলায় গ্রেফতার করা হয়েছে হাফিজকে।

মুম্বাইয়ে ২৬/১১ সন্ত্রাসী হামলার প্রধান মাস্টারমাইন্ড হিসেবে আখ্যায়িত করেছে ভারত। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে হাফিজ সাইদকে গ্রেফতারের জন্য অনেক আগে থেকেই পাকিস্তানের ওপর চাপ ছিল।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *