fbpx
হোম আন্তর্জাতিক পবিত্র কাবা শরীফ পরিষ্কার করছেন প্রধান ইমাম
পবিত্র কাবা শরীফ পরিষ্কার করছেন প্রধান ইমাম

পবিত্র কাবা শরীফ পরিষ্কার করছেন প্রধান ইমাম

0

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। এ ভাইরাসের সংমক্রণ এড়াতে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র কাবা শরীফসহ প্রধান মসজিদ ‘মসজিদুল আল-হারাম’-এ সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। কাবা শরীফে স্টাফদের দিয়ে এ বছর তারাবির নামাজের কার্যক্রম চলছে।

এদিকে গতকাল সোমবার এ পবিত্র স্থাপনা জীবাণুমুক্তকরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিজেই নেমে পড়েন মসজিদুল আল-হারামের প্রধান ইমাম ড. আবদুর রহমান আল-সুদাইস। ড. আবদুর রহমান আল-সুদাইস মক্কার দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্ট। তিনি সৌদি আরবের প্রধান মসজিদ আল-হারামের ইমাম।

কাবা শরীফ ছাড়াও পবিত্র মাকামে ইব্রাহিম পরিষ্কার করতে তিনি কর্মীদের সঙ্গে যোগ দেন। এশার নামাজের আগে তারা ধুয়ে-মুছে জীবাণুমুক্ত করেন ওই এলাকা।

স্বাস্থ্যবিধি মেনে তারা করোনাভাইরাস ছড়ানো রোধ করতে বেশ কিছু নিয়ম মেনে কাজ করেন। নিজেরা কাজের সময় একে অপরের থেকে পর্যাপ্ত নিরাপদ দূরত্ব বজায় রাখেন।

কাবা শরীফের প্রতি বছরের রুটিন কাজগুলোর মধ্যে আরও রয়েছে পবিত্র হাজরে আসওয়াদ পরিষ্কার ও গিলাফ পরিবর্তন।

সূত্র: আরব নিউজ।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *