fbpx
হোম জাতীয় নৌ দুর্ঘটনায় জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে ১৪৯ জনের মৃত্যু
নৌ দুর্ঘটনায় জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে ১৪৯ জনের মৃত্যু

নৌ দুর্ঘটনায় জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে ১৪৯ জনের মৃত্যু

0

নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এবং গ্রিন ক্লাব অব বাংলাদেশের যৌথ জরিপের তথ্যে উঠে এসেছে- বিগত ৩ মাসে ৯৫টি ছোট-বড় নৌ দুর্ঘটনায় ১৪৯ জন নিহত হয়েছেন। এতে আহত হন ২৬ জন। নিহতদের মধ্যে ২২ জন নারী ও ৪৪ শিশু রয়েছে। এসব দুর্ঘটনায় নিখোঁজ হন অন্তত ৫৮ জন। ২৪টি জাতীয় ও ১০টি আঞ্চলিক দৈনিক এবং ৯টি অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে এসব তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে সংগঠন দুটি।

গতকাল শনিবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ দুর্ঘটনা কমলেও বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেমে নেই। যাত্রীবাহী ট্রলার বা ছোট নৌযানসহ বিভিন্ন ধরনের পণ্যবাহী নৌযান দুর্ঘটনা সারাবছরই ঘটছে। চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে বিভিন্ন নৌপথে এসব দুর্ঘটনা ঘটে।

ওই তিন মাসের মধ্যে গত আগস্টেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। আগস্টের ৪৮টি দুর্ঘটনায় ৮৬ জন নিহত হন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা যথাক্রমে ১০ ও ৩১। এ ছাড়া ছয়জন আহত ও ২৩ জন নিখোঁজ হয়। ৫ আগস্ট নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরাঞ্চলে যাত্রীবোঝাই ট্রলার ডুবে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ১৮ জন নিহত হন। গত জুলাইয়ে ৩৭টি দুর্ঘটনায় ছয় নারী ও পাঁচ শিশুসহ ৪১ জন নিহত এবং ১০ জন আহত হয়। এ ছাড়া নিখোঁজ হয় ১৭ জন। সেপ্টেম্বরে দুর্ঘটনা ঘটে ১০টি। এতে ছয় নারী ও আট শিশুসহ ২২ জন নিহত এবং ১০ জন আহত হয়। এ ছাড়া নিখোঁজ হয় ১৮ জন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *