fbpx
হোম ক্রীড়া নেইমারকে সেরার আসনে দেখতে তর সইছে না পেলের
নেইমারকে সেরার আসনে দেখতে তর সইছে না পেলের

নেইমারকে সেরার আসনে দেখতে তর সইছে না পেলের

0

ইনজুরি থেকে ফিরে দারুণ সময় কাটছে নেইমারের। ব্রাজিলের জার্সিতে টানা চার ম্যাচে গোল পিএসজি তারকার। নেইমারের গোল করার ধারাবাহিকতা হাতছানি দিচ্ছে পেলের রেকর্ডকে। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার ব্রাজিলের জার্সিতে করেছিলেন ৭৭ গোল। তিনবারের বিশ্বকাপজয়ীকে ছাড়িয়ে যেতে এখন সময়ের অপেক্ষা নেইমারের। বৃহস্পতিবার পেরুর বিপক্ষে ব্রাজিলের ৪-০ ব্যবধানে জয়ে এক গোল করেন নেইমার। যা ব্রাজিলের হয়ে নেইমারের ৬৮তম গোল। আর দশ গোল করলেই এককভাবে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসবেন নেইমার।

উত্তরসূরীকে সেরার আসনে দেখতে তর সইছে না পেলের।

নিজের রেকর্ড কেউ ভাঙলে মন খারাপই হওয়ার কথা। কিংবদন্তি পেলে উল্টো অপেক্ষায় রয়েছেন কবে নিজেকে ছাড়িয়ে নেইমার চূড়ায় উঠবেন তা দেখার জন্য। পেরুর বিপক্ষে ম্যাচের পুরোটা জুড়ে ছিল নেইমারের সরব উপস্থিতি। ম্যাচের সেরা তিন ‘কী-পাসে’র সবকটি এসেছে নেইমারের পা থেকে। গোলমুখে পাঁচটি শট নিয়ে এক গোল আদায় করে হয়েছেন ম্যাচসেরা। ২৯ বছর বয়সী নেইমারের গোল করা দেখেছেন পেলে। নিজের রেকর্ড ভাঙার আরেকটু কাছে চলে আসায় উচ্ছ্বসিত পেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আজকে আমার করা ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের দিকে আরও একধাপ এগুলো নেইমার। আমি তার এই রেকর্ডের অপেক্ষায় আছি। ঠিক ততটা আনন্দ নিয়েই, যতটা তাকে প্রথমদিন খেলতে দেখার পর হয়েছিল।’

জাতীয় দলে নেইমারের অভিষেক ২০১০ সালে। এই সময় থেকে এখনও পর্যন্ত ব্রাজিল দলে অভিষেক হওয়া সতীর্থদের চেয়ে ৪৯ গোল বেশি করেছেন নেইমার। একের পর এক ইনজুরির পরও ফিরে এসেছেন। গোল করে দলকে জিতিয়েছেন। পেরুর বিপক্ষে ম্যাচ শেষে কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন নেইমার। তিনি বলেন, ‘আমি গর্বিত ব্রাজিল দলের ইতিহাসের সঙ্গে নিজেকে দেখতে পেয়ে। সব সময়ের স্বপ্ন ছিল জাতীয় দলের জার্র্সি গায়ে জড়াবো। কখনও ভাবিনি এই সংখ্যায় (৬৮ গোল) পৌঁছাতে পারবো।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *