fbpx
হোম বিনোদন নিউইয়র্কে নায়ক কাজী মারুফ করোনা ভাইরাসে আক্রান্ত
নিউইয়র্কে নায়ক কাজী মারুফ করোনা ভাইরাসে আক্রান্ত

নিউইয়র্কে নায়ক কাজী মারুফ করোনা ভাইরাসে আক্রান্ত

0

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক কাজী মারুফ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। সংবাদ মাধ্যমকে শনিবার এ তথ্য নিশ্চিত করছেন মারুফের বাবা পরিচালক কাজী হায়াৎ।

তিনি বলেন, মারুফ ও তার স্ত্রীর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এখন অসুস্থতা প্রাথমিক অবস্থায় রয়েছে। মারুফ ও তার স্ত্রী এই মুহূর্তে আইসোলেশনে রয়েছে।

কাজী হায়াৎ আরও জানান, মারুফ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

তিনি জানান, গত ২১ মার্চ তার স্ত্রীর প্রথম করোনা ধরা পড়ে। এর চার দিন পর মারুফের শরীরেও করোনা ধরা পড়ে। তারা দুজনই এখন সম্পূর্ণ আইসোলেশনে আছেন এবং চিকিৎসকের পরামর্শে জ্বরের প্রাথমিক ওষুধগুলোই সেবন করছেন। মারুফ এবং তার স্ত্রীর সুস্থতার জন্য তার ভক্তদের কাছে দোয়া চেয়েছেন কাজী হায়াতা।

কাজী মারুফ সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি বিকল্প ধারার চলচ্চিত্রেও অভিনয় শুরু করেছেন। দেহরক্ষী ছবিতে নাম ভূমিকায়, আনিসুর রহমান মিলন এবং ববির পাশাপাশি দুর্দান্ত অভিনয় করেন। ইভটিজিং ছবিতে তার কাশেম চরিত্রটি দর্শকপ্রিয়তা পায়।

বাবার পরিচালিত ছবিতেই বেশি কাজ করেছে মারুফ। তার অভিনীত ছবিগুলোর মধ্যে আছে ক্যাপ্টেন মারুফ (২০০৭), রাস্তার ছেলে (২০০৯), বস্তির ছেলে কোটিপতি (২০১০), দারোয়ানের ছেলে (২০১১), রাজা সূর্য খাঁ (২০১২), মানিক রতন দুই ভাই, দেহরক্ষী (২০১৩),  দেহরক্ষী, ইভটিজিং, সর্বনাশা ইয়াবা এবং ছিন্নমূল।

সুত্রঃ সময় নিউজ

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *