fbpx
হোম আন্তর্জাতিক নাগরিকত্ব বিলের প্রতিবাদে দেওবন্দে বিক্ষোভ,১৪৪ ধারা জারি
নাগরিকত্ব বিলের প্রতিবাদে দেওবন্দে বিক্ষোভ,১৪৪ ধারা জারি

নাগরিকত্ব বিলের প্রতিবাদে দেওবন্দে বিক্ষোভ,১৪৪ ধারা জারি

0

ভারতের রাজ্যসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল অনুমোদনের প্রতিবাদে দেশটির উত্তরপ্রদেশের সাহরানপুর জেলার দেওবন্দ এলাকায় বিক্ষোভ করেছে মাদরাসা শিক্ষার্থীরা।

বুধবার সাহরানপুরের পুলিশ সুপার দিনেশ কুমারের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি মাদরাসা থেকে শতাধিক ছাত্র বেরিয়ে আসে এবং বিক্ষোভ শুরু করে। বিক্ষোভটি শান্তিপূর্ণ ছিল এবং কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান পুলিশ সুপার।

খবরে বলা হয়, বুধবার সন্ধ্যায় দেওবন্দে কয়েক হাজার মুসলমান নামাজের পরে শহরের ভিতরে স্লোগান দিতে দিতে মুজাফফরনগর-সাহারানপুর মহাসড়কের দিকে ছুটে যায়। পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। এসময় প্রতিবাদকারীরা নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপির বিরুদ্ধে স্লোগান দেয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, এই প্রতিবাদের পর দেওবন্দে ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা ও আসামের অনেক জেলায় ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এ ছাড়া গুয়াহাটি ও কামরূপ জেলায় কারফিউ জারি করা হয়েছে।

গত সোমবার বিলটি পাস হয়েছিল লোকসভায়, বুধবার পাস হলো রাজ্যসভায়। ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইনে এই সংশোধনের ফলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, খ্রিষ্টান, জৈন, পারসি ও বৌদ্ধধর্মাবলম্বীরা ভারতের নাগরিকত্ব পাবেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *