fbpx
হোম অনুসন্ধান কী হতে যাচ্ছে ঢাকার ধামরাইয়ে ?
কী হতে যাচ্ছে ঢাকার ধামরাইয়ে ?

কী হতে যাচ্ছে ঢাকার ধামরাইয়ে ?

0
ঢাকার ধামরাইয়ে ব্যাপক হারে করোনা আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় তা প্রতিরোধে ২১ দিনের কঠোর ক্লাস্টার লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
আগামীকাল ২০ জুন শনিবার থেকে তা বাস্তবায়ন করতে যৌথভাবে মাঠে থাকবে সেনাবাহিনী, পৌরসভার ও উপজেলার প্রশাসন এবং ধামরাই থানা পুলিশ। কোনো যৌক্তিক কারণ ছাড়া লকডাউন চলাকালে কোনো ব্যক্তি ঘর থেকে বের হতে পারবে না। যদি কাউকে অকারণে রাস্তায় চলাচল করতে দেখা যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল হক।
পৌরসভার মেয়র গোলাম কবির জানিয়েছেন, ধামরাই পৌরসভার সকল ওয়ার্ড রেড জোনের আওতায়। পৌরবাসীকে রক্ষা করতে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে। সরকারি নির্দেশ মানতে সকলকে বাধ্য করা হবে। রেড জোনে প্রবেশ পথ ও বহির্গমন বাঁশের বেড়া দিয়ে বন্ধ করা হবে। লকডাউন বাস্তবায়নে স্থানীয় এমপির নির্দেশনায় প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে কাজ করবে। আইন অমান্যকারীর বিরুদ্ধে জেল জরিমানার বিধান রাখা হয়েছে। তাই তিনি লকডাউন এলাকায় সকলকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন।
ধামরাই থানা অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা জানান, করোনাভাইরাস প্রতিরোধে ধামরাই থানা পুলিশ কঠোর হবে। তাই তিনি রেড জোন এলাকায় বসবাসরতদের লকডাউন মেনে চলার বিশেষ অনুরোধ জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা জানান, ধামরাইয়ে আজ ১৯ জুন পর্যন্ত ২৯১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭ জন। আক্রান্তের মধ্যে ১৪৩ জনই পৌরসভার বিভিন্ন এলাকার। আর মৃতের ৭ জনের মধ্যে পৌরসভারই ৫ জন্য।
উল্লেখ্য, গত মঙ্গলবার ধামরাই পৌরসভার সকল ওয়ার্ড ও উপজেলার ৬টি ইউনিয়ন রেড জোন হিসেবে ঘোষণা দেন সরকার। আর সরকার ঘোষণাকে বাস্তবায়ন করতে গত বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন পৌরসভা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ধামরাই থানা পুলিশ সভা করে শনিবার থেকে রেড জোন এলাকায় ক্লাস্টার লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *