fbpx
হোম বিনোদন দিল্লীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্র ‘কাসিদা অব ঢাকা’
দিল্লীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্র ‘কাসিদা অব ঢাকা’

দিল্লীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্র ‘কাসিদা অব ঢাকা’

0

বাংলাদেশের তরুণ নির্মাতা অনার্য মুর্শিদের পরিচালনায় নির্মিত ‘কাসিদা অব ঢাকা’ দিল্লীর ইন্দুস ভ্যালী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে। কাসিদা অব ঢাকার ধারা বর্ণনা করেছেন বরেণ্য অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, চিত্রগ্রহণ করেছেন রাসেল আবেদীন তাজ, সম্পাদনা করেছেন অনয় সোহাগ, আবহ সংগীত করেছেন প্রিন্স শুভ।

পরিচালক অনার্য মুর্শিদ বলেন, কাসিদার মতো আমাদের দেশে অসংখ্য লোকঐতিহ্য আছে যেগুলো হয়তো আমরা আর উদ্ধার করতে পারব না। কিন্তু সংরক্ষণ করে বিশ্ববাসীকে জানান দিতে পারি।

‘কাসিদা অব ঢাকা’র নির্বাহী প্রযোজক এনামুল হক বলেন, রমজানে ভোর রাতে কোথাও কোথাও এখনো কাসিদা হয়। যদিও তা বিবর্তিত। কিন্তু সামান্য একটু গানের মাধ্যমে কাসিদার দীর্ঘ একটা যাত্রার কতটুকুই আর বোঝা যায়! অথচ মাত্র বিশ মিনিটের এই প্রামাণ্যচিত্র জানান দিয়েছে কাসিদার শেকড় কতইনা গভীরে! আমার বিশ্বাস ‘কাসিদা অব ঢাকা’ বিশ্বের বিভিন্ন উৎসবে বাংলাদেশের জন্য আরো সুনাম কুড়িয়ে আনবে।

উল্লেখ্য, গত ১ আগস্ট অনলাইনে শুরু হয় এই চলচ্চিত্র উৎসব। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে জমা পড়া চলচ্চিত্র থেকে বাছাই করা চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শিত হয়। গত ৯ আগস্ট এই উৎসবের পর্দা নামে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *