fbpx
হোম আন্তর্জাতিক করোনায় কেমন আছে এরদোয়ানের তুরস্ক ?
করোনায় কেমন আছে এরদোয়ানের তুরস্ক ?

করোনায় কেমন আছে এরদোয়ানের তুরস্ক ?

0

তুরস্কে জ্যামিতিক হারে বেড়েই চলছে COViD-১৯ এ আক্রান্তের সংখ্যা। এই পর্যন্ত করোনাভাইরাস এ আক্রান্তের সংখ্যা প্রায় ১৫২৯ জনে ছাড়িয়েছে, মারা গেছে ৩৭ জন, বন্ধ করে দেওয়া হয়েছে সকল স্কুল , কলেজ বিশ্ববিদ্যালয় সহ জনসমাগমপূর্ণ সকল প্রতিষ্ঠানগুলো।

পাশাপাশি জুমার নামাজসহ মসজিদে জামাতে নামাজ আদায় করা সাময়িক বন্ধ ঘোষণা করেছে দেশটির ধর্ম মন্ত্রণালয় । ঘরে বসে যথাসম্ভব নামাজ আদায় করার জন্য উদাত্ত আহ্বান জানান ।

শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে অনলাইনে পাঠদানের ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয় । কলেজ শাখা পর্যন্ত সকল ছাত্রছাত্রীরা সরাসরি সম্প্রচারিত ২ টি টিভি চ্যানেল থেকে ক্লাস করছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ কম্পিউটারে ঘরে বসে অনলাইনে ক্লাস করছে। বিশ্ববিদ্যালয়গুলোতে যেন এক ভুতুড়ে অবস্থা বিরাজ করছে।

কিছুদিন আগে পার্কগুলোতে সকল স্তরের মানুষের পদচারণায় মুখর থাকলেও করোনাভাইরাসের আতঙ্কে তা আজ জনশূন্য। ঘরের ভেতরে টিভি আর খেলাধুলা করে বাবা-মার সঙ্গে সময় কাটাচ্ছেন শিশুরা। এখন পর্যন্ত লক ডাউনের ঘোষণা না দিলেও সবাইকে ঘরে অবস্থান করার জন্য জোরালো আহ্বান জানান তুরস্ক সরকার।

সরকার ইতেমধ্যে COVID-১৯ এর মোকাবেলায় নানা পদক্ষেপ গ্রহণ করেছেন । চীন থেকে ৫০ হাজার কিট ক্রয় করে বিতরণ করেন ।এমনকি বৃহস্পতিবারের মধ্যে আরও ৩০ লক্ষ টেস্ট কিট ক্রয় করবেন এবং আরও ১০ মিলিয়ন টেস্ট কিট অর্ডার করার ব্যবস্থা গ্রহণ করবেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় এর পক্ষ থেকে নিশ্চিত করেছেন। যথেষ্ট চিকিৎসা সরঞ্জাম আছে বলে ও জানান এমনকি ইরানে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছেন তুর্কি সরকার।

প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোগান সরাসরি নিজেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেক্টরভিত্তিক তদারকি করছেন । আগামী ২৭শে মার্চ থেকে শুধুমাত্র ওয়াশিংটন, হংকং, মস্কো সহ কয়েকটি দেশ ব্যতীত সকল দেশের সাথে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে ।

তুরস্কে অবস্থানরত প্রবাসীসহ হাজার হাজার বিদেশি শিক্ষার্থী চরম আতঙ্কের মধ্যে অবস্থান করছে।

সম্পূর্ণ ভিডিও দেখুন…

https://www.youtube.com/watch?v=A6ZIJmhvdn4

Like
Like Love Haha Wow Sad Angry
21

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *