fbpx
হোম জাতীয় ঢাকা-ইসলামাবাদের সম্পর্ক নিয়ে বৈঠক
ঢাকা-ইসলামাবাদের সম্পর্ক নিয়ে বৈঠক

ঢাকা-ইসলামাবাদের সম্পর্ক নিয়ে বৈঠক

0

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।

বৃহস্প‌তিবার (২১ জুলাই) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের কথা জানায়।

হাইক‌মিশন জানায়, বৈঠকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে বলিষ্ঠ নেতৃত্বের প্রচেষ্টার কথা পুনরায় স্মরণ করেন হাইকমিশনার। একই সঙ্গে তিনি তৎকালীন নেতৃত্বের দূরদৃষ্টি ও দূরদর্শিতার প্রতি শ্রদ্ধা জানান।

এক ফোঁটা হলুদও নেই

পাকিস্তানের হাইক‌মিশনার বলেন, ওই সময়ের নেতৃত্বের প্রচেষ্টা ও প্রজ্ঞা দুদেশের মধ্যেকার সমস্ত অসামান্য সমস্যাগুলোর সমাধান করেছিল।

ভিসা সংক্রান্ত বিষয়ে হাইকমিশনার বলেন, পাকিস্তান ইতোমধ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য পাকিস্তানি ভিসার সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বাংলাদেশ থেকেও খুব শি‌গগিরই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে আশা প্রকাশ ক‌রেন তিনি।

বৈঠ‌কে উভয়পক্ষ দুই দে‌শের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে সম্মতি প্রকাশ করেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *