fbpx
হোম অন্যান্য ঢাকার কোথায় কতজন করোনায় আক্রান্ত
ঢাকার কোথায় কতজন করোনায় আক্রান্ত

ঢাকার কোথায় কতজন করোনায় আক্রান্ত

0

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ঢাকায় এখন পর্যন্ত নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২২ জন।

 

এর মধ্যে ঢাকা বাসাবো ৯ জন, ধানমন্ডি ৯ জন , ওয়ারি ৯ জন, মোহাম্মদপুর ৬ জন, লালবাগ ৫, জিগাতলা ৩, সোয়ারি ঘাট ৩,  যাত্রাবাড়ি ৫, পুরানা পল্টন ২, বসুন্ধরা ৩, উত্তরা ৫, গুলশান ৬, সেন্ট্রাল রোড ১, বসিলা ১, গ্রিন রোড ২, শাহবাগ ১, বুয়েট এরিয়া ১, হাজারি বাগ ১, উর্দু রোড ১, চকবাজার ২, বাবু বাজার ২ জন, ইসলামপুর ২, লাক্সমি বাজার ১, নারিন্দা ১, কোতয়ালী ১ জন, আদাবরে ১ জন, বংশাল ১,  ইস্কাটন ১, বেইলি রোড ১, মগবাজার ১,  রামপুরা ১, শাহজাহানপুর ১, বাড্ডা ১, নিকুঞ্জ ১, আসকোনা ১,  মহাখালী ১, তেজগাঁও ২, কাজীপাড়া ১,  মিরপুর১- ৮ জন, মিরপর১০- ২, মিরপুর১১- ২, মিরপুর১৩- ১, শাহ আলীবাগ ২, পীরবাগ ১, টোলারবাগ ৪ জন এবং উত্তর টোলারবাগে ৬ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত করোনা ভাইরাসে দেশে মোট আক্রান্ত হয়েছে ২১৮ জন। মারা গেছেন ২০ জন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *