fbpx
হোম রাজনীতি ডেঙ্গুর ভয়াবহ তান্ডব সারাদেশে ছড়িয়ে পড়েছে: ওবায়দুল কাদের
ডেঙ্গুর ভয়াবহ তান্ডব সারাদেশে ছড়িয়ে পড়েছে: ওবায়দুল কাদের

ডেঙ্গুর ভয়াবহ তান্ডব সারাদেশে ছড়িয়ে পড়েছে: ওবায়দুল কাদের

0

দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যমের সামনে বক্তৃতাবাজি না করে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সরকার সিরিয়াস। ডেঙ্গু মোকাবেলায় মিডিয়াবাজি না করে অ্যাকশনে অংশ নিন। আজ সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের তিন দিনের পরিচ্ছন্নতা কর্মসূচির দ্বিতীয় দিনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গুর ভয়াবহ তান্ডব আজকে সারাদেশে ছড়িয়ে পড়েছে। এটা বাস্তব সত্য। এই বাস্তবকে অস্বীকার করার কোনও উপায় নেই। সংবাদ মাধ্যমগুলোর সংবাদ অনুযায়ী, আমরা এ পর্যন্ত সারাদেশে ১৮ থেকে ১৯ হাজার ডেঙ্গু আক্রান্তের খবর পাচ্ছি। সরকার ডেঙ্গু মোকাবেলায় সচেতনতা কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু নিধনে যা যা করণীয়— ঢাকার দুই সিটি করপোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বিতভাবে সেই কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় সর্বস্তরের জনগণকে এখনই এগিয়ে আসতে হবে। সরকার ও আওয়ামী লীগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডেঙ্গু মোকাবেলায় কাজ করছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *