fbpx
হোম অন্যান্য জীবন আমার, জীবনের দায়িত্বও আমার: কাঞ্চন
জীবন আমার, জীবনের দায়িত্বও আমার: কাঞ্চন

জীবন আমার, জীবনের দায়িত্বও আমার: কাঞ্চন

0

নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, জীবন আমার, সেই জীবনের দায়িত্ব আমি যদি না নিই, তাহলে আমার বাঁচার উপায় নেই।

তিনি বলেন, যারা সড়কে আসবেন, তারা সবাই মনে রাখবেন সড়ক কোনও আনন্দের জায়গা নয়, একটি বিপজ্জনক জায়গা। প্রতিমুহূর্তে এখানে গাড়ি চলছে, দুর্ঘটনা ঘটে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা এ সব কথা বলেন ইলিয়াস কাঞ্চন। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এ শোভাযাত্রা হয়। এ র‌্যালিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় নিরাপদ সড়কের দাবিতে নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা। খামার বাড়ি ঘুরে জাতীয় সংসদ ভবনে গিয়ে শেষ হয় র‌্যালিটি।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, আমি প্রত্যেককে বলতে চাই, আপনারা মনে রাখবেন, সড়কে যখন গাড়ি চলে তখন তার একটা গতি থাকে। একটি গাড়ি যদি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলে, তাহলে ২০টি পিস্তল দিয়ে গুলি করলে যে বিপদ হয়, সেই একই বিপদ হবে। সেই বিপদ মাথায় না রেখে যদি আমরা গাড়ি  চালাই এবং পথ চলি তাহলে আমাদের বাঁচার উপায় নেই। আমরা এবং সরকার যতই চেষ্টা করি না কেন, কেউ এ থেকে রক্ষা পাবে না। সবাইকে বুঝতে হবে, আমি সড়কে অন্যের জন্য কোনও বিপদ সৃষ্টি করছি কিনা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *