fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে গেলেন কাদের সিদ্দিকী বীরউত্তম
জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে গেলেন কাদের সিদ্দিকী বীরউত্তম

জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে গেলেন কাদের সিদ্দিকী বীরউত্তম

0

বাংলাদেশের অন্যতম রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে গেল বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের দল কৃষক শ্রমিক জনতা লীগ। আজ দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী।

শুভেচ্ছা বক্তব্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, দেশে আজ নানা সমস্যা। মোবাইলের যুগ হওয়ার কারণে ঘটনার ভিডিও এখন দ্রুত ভাইরাল হয়ে যায় । ফলে প্রশাসনের টনক নড়ে । ফলে দানবদের নাম মানুষ জানতে পারে । মানবের ছায়া ছাড়া দানবের সৃষ্টি হয় না।

৩০ ডিসেম্বর নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন পৃথিবীকে অবাক করা প্রহসন। এমন জালিয়াতির নির্বাচন পৃথিবীর আর কেউ দেখে নি। সরকার যেভাবে ভোট চুরি করেছে, শিশুরাও এ রকম চুরি করে না। জাতীয় নির্বাচনের পর নির্বাচন প্রত্যাখান এবং পুনর্নিবাচনের দাবি ছিল দেশবাসীর ইচ্ছার প্রতিফলন। কিন্তু তা করেনি ঐক্যফ্রন্ট। উপরন্তু তারা যোগ দিয়েছে সংসদে।

দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীকের স্বাক্ষরিত বক্তব্য পাঠ করেন দলের যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী । লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গতবছরের ১৩ অক্টোবর দেশের জাতীয় নির্বাচনের পেক্ষাপটে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হলেও জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি। নির্বাচন পরবর্তী সময়ে রাজপথে আন্দোলন করতে পারেনি জাতীয় ঐক্যফ্রন্ট। এমনকি নির্বাচনের পরে নির্বাচনী সহিংসতায় আহতদের পাশে দাঁড়ায় নি জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। তাই দেশের জনগণের প্রকৃত পাহারাদার হিসেবে গঠিত কৃষক শ্রমিক জনতা লীগ নিষ্ক্রিয়ভাবে বসে থাকতে পারে না। এ অবস্থায় সমমনা গণতন্ত্রকামী সকল দল, মত ও গোষ্ঠীর সাথে আলাপ-আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণআন্দোলনের সূচনা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *