fbpx
হোম আন্তর্জাতিক ছেলের জন্য মায়ের ১৪০০ কিলোমিটার পথ পাড়ি
ছেলের জন্য মায়ের ১৪০০ কিলোমিটার পথ পাড়ি

ছেলের জন্য মায়ের ১৪০০ কিলোমিটার পথ পাড়ি

0

প্রতিবেশী দেশ ভারতে চলছে ২১ দিনের লকডাউন। জরুরি প্রয়োজন ছাড়া লোকজনের ঘরের বাইরে যাওয়া মানা।

তাই বলে সন্তান বিপদে আছে জেনে মা চুপচাপ বসে থাকতে পারেন না। তাই ৩ দিন স্কুটি চালিয়ে ১৪০০ কিলোমিটার সড়ক পাড়ি দিয়ে আরেক রাজ‌্যে আটকে পড়া ছেলেকে উদ্ধার করলেন ভারতের অন্ধ্রপ্রদেশের এক মা।

জানা গেছে, কারণ জানিয়ে স্থানীয় পুলিশের অনুমতি নিয়ে তেলেঙ্গানা রাজ‌্য থেকে গত সোমবার যাত্রা শুরু করেন মা রাজিয়া বেগম (৪৮)। উদ্দেশ‌্য পার্শ্ববর্তী রাজ‌্য অন্ধ্রপ্রদেশে আটকে পড়া ছেলেকে বাড়ি নিয়ে আসা। আর তা সফলভাবে শেষে করে গত বুধবার ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছেন রাজিয়া।

এ বিষয়ে রাজিয়া বেগম বলেন, দুই চাকার যান স্কুটি চালিয়ে এতো রাস্তা পাড়ি দেওয়া একজন নারীর পক্ষে সহজ ছিল না, তবে ছেলেকে ঘরে আনার দৃঢ়প্রতিজ্ঞা আমার সব ভয়কে দূরে ঠেলে দিয়েছিল। যাত্রা পথে আমি এমন সময় পার করেছি যখন দেখেছি রাতের আঁধারে কোথাও কেউ নেই। চারিদিকে শুধু নীরবতা।

নাজিমুদ্দিন বন্ধুকে রেখে আসতে গত ১২ মার্চ নাজিমুদ্দিন তেলেঙ্গানার নিলোরের রাহামাতাবাদে যান। কিন্তু এর মধ‌্যে ভারতজুড়ে লকডাউন ঘোষণায় তিনি সেখানে আটকা পড়েন। আর ছোট ছেলেকে ফিরিয়ে আনতে পুলিশের ভয়ে বড় ছেলেকে পাঠাননি রাজিয়া বেগম। সেখানে কীভাবে পৌঁছানো যায় সে পরিকল্পনায় প্রথমে গাড়ির কথা মাথায় এলেও, পরে তা ঝেরে ফেলে দুই চাকার স্কুটিতেই ভরসা খুঁজে পান।

Like
Like Love Haha Wow Sad Angry
11

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *