fbpx
হোম ক্রীড়া ছাদখোলা বাসেই সংবর্ধনা পাবেন চ্যাম্পিয়নরা
ছাদখোলা বাসেই সংবর্ধনা পাবেন চ্যাম্পিয়নরা

ছাদখোলা বাসেই সংবর্ধনা পাবেন চ্যাম্পিয়নরা

0

নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সাফের শিরোপা জিতে ইতিহাস রচনা করেন কৃষ্ণা রাণী-শামসুন্নাহার-সাবিনারা। ফাইনালের আগে বাংলাদেশ দলের রাইট উইঙ্গার সানজিদা আক্তার এক প্রকার আক্ষেপ করেই বলেছিলেন ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে। দেশবাসীর কাছে দোয়া চেয়ে যেভাবে হোক শিরোপা দেশে নিয়ে আসতে চান শুধু।

তবে তাদের সেই আক্ষেপ এবার ঘুচতে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, ফেসবুকে ভাইরাল হওয়া সানজিদার পোস্টটি প্রতিমন্ত্রীর নজরে এসেছে। তাই চ্যাম্পিয়ন হওয়ার পরে তিনি নিজেই বাংলাদেশের ফুটবলে ইতিহাস রচনা করা মেয়েদের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করেছেন। আর এই চ্যাম্পিয়ন বাসে চড়েই এয়ারপোর্ট থেকে ট্রফি নিয়ে বের হবে মেয়েরা।

এ ছাড়া স্বাগতিক নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করায় বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে বিশ্ব নারী ফুটবলে বাংলাদেশের বিস্ময়কর অগ্রযাত্রা সূচিত হলো। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্যে দিয়ে আমাদের বাঘিনীরা তাদের সক্ষমতা আবারো প্রমাণ করেছে। নিঃসন্দেহে এটি দেশের নারী ফুটবলের ইতিহাসে এক অনন্য মাইলফলক। আমি বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *