fbpx
হোম রাজনীতি ছাত্রলীগ-যুবলীগ বুঝি না, অপরাধী অপরাধীই: ওবায়দুল কাদের
ছাত্রলীগ-যুবলীগ বুঝি না, অপরাধী অপরাধীই: ওবায়দুল কাদের

ছাত্রলীগ-যুবলীগ বুঝি না, অপরাধী অপরাধীই: ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগ-যুবলীগ বুঝি না, অপরাধী অপরাধীই। সরকারি দলের ছত্রছায়ায় কেউ অপরাধ করে পার পাবে না। আজ সোমবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী সভার আগে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যে অপরাধ করবে, সে আমাদের কাছে অপরাধী। সে কোন দলের সেটা বিষয় নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয় অত্যন্ত কঠোর। তিনি আরও বলেন, সরকার কোনো অপরাধীকে ছাড় দেয় না। যে যদি সরকারের দলেরও হয়ে থাকে তারপরও তাকে ছাড় দেবে দেয় না।
সুপ্রিম কোর্টে নির্বাচনের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সুপ্রিম কোর্টে নির্বাচন যথাযথভাবে হয়েছে। বিএনপি সভাপতি পদে জয়লাভ করে প্রমাণ করলো নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটতেই পারে তবে সরকার অপরাধের ব্যপারে যখন কাউকে ছাড় দেয় না, তখন বুঝা যায় সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে সে যতই প্রভাবশালী হোক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা বলে দেশের মানুষের ভোটের প্রতি কোনো অগ্রহ নেই, সেটা মিথ্যা। স্থানীয় সরকারের নির্বাচনেও ভোটার উপস্থিত বাড়ছে। সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে। রাজনীতির প্রতি জনগণের আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে স্থানীয় নির্বাচনে জনগণের অংশগ্রহণ তা প্রমাণ করে।
রমজানে দলের নেতাকর্মীদের ইফতার পার্টি না করার আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী বলেন, এ রমজানে দল ও সরকার থেকে আমরা কোন ইফতার পার্টি করবো না। মানুষের মাঝে আমরা ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করবো।

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *