fbpx
হোম আন্তর্জাতিক চীন-রাশিয়া মেগা গ্যাসপাইপলাইন চালু
চীন-রাশিয়া মেগা গ্যাসপাইপলাইন চালু

চীন-রাশিয়া মেগা গ্যাসপাইপলাইন চালু

0

চীন ও রাশিয়ার মধ্যে গত সোমবার বিলিয়ন ডলার মূল্যের গ্যাস পাইপলাইন চালু হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, গ্যাস পাইপলাইনটির নাম দেওয়া হয়েছে ‘পাওয়ার অব সাইবেরিয়া’। আট হাজার একশ’ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের এই পাইপলাইন দিয়ে ২০২৪ সালের মধ্যে বছরে ৩৮ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস চীনকে সরবরাহ করবে রাশিয়া। এটি পরিচালনা করবে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান গাজপ্রম ।

ভিডিও লিঙ্কের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে ওই গ্যাস পাইপলাইন চালু করেন। এসময় দুই নেতা একে অপরকে অভিনন্দন জানান এবং একে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএএসএসকে পুতিন বলেন, এই পদক্ষেপটি বিদ্যুৎ খাতে রাশিয়ান-চীনা কৌশলগত অংশীদারিত্বকে নতুন মাত্রায় পৌঁছে দেবে।

চীন গত কয়েক বছরে কয়লার ব্যবহার কমিয়ে বিকল্প শক্তির দিকে ধাবিত হওয়ার চেষ্টা করছে, কারণ দেশটিতে বায়ু দূষণের মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে এবং বিপুল পরিমাণ কার্বন নিঃসরণের কারণে বেশ সমালোচনার মুখে পড়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *