fbpx
হোম আন্তর্জাতিক চীনে ১০৬ জনের মৃত্যু
চীনে ১০৬ জনের মৃত্যু

চীনে ১০৬ জনের মৃত্যু

0

চীনে করোনা ভাইরাস এখন মারাত্মক আকার ধারণ করেছে । সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলছে মৃতের সংখ্যা ।

এখন পর্যন্ত চীনে ১০৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । নতুন করে এক হাজার ৩শ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে । ফলে এখন পর্যন্ত চার হাজার ১৯৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে ।

জানা যায়,আক্রান্তদের মধ্যে অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা । মূলত চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের ডিসেম্বরে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় । বর্তমানে অস্ট্রেলিয়া, নেপাল, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রেও লোকজন এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন এই ভাইরাসের নাম দিয়েছে ২০১৯ নোভেল করোনা ভাইরাস । বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে চীনে সফর করেছেন এমন লোকজনের মাধ্যমেই এই ভাইরাস ছড়িয়ে পড়ছে । সে কারণে অনেক দেশই এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন সফরে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা এনেছে ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *