fbpx
হোম আন্তর্জাতিক চীনে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল থামেনি
চীনে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল থামেনি

চীনে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল থামেনি

0

চীনে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল থামেনি। শুক্রবার (০৬ মার্চ) এই দলে শামিল হয়েছেন আরও ৩০ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪২ জন। বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮৬ জন।

গতকাল চীনের মূল ভূখণ্ডে নতুন করে আরও ১৪৩ জন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল এ সংখ্যা কিছুটা বাড়লেও গবেষকদের হিসাবে, চীনে করোনা ভাইরাস সংক্রমণের হার অনেকটাই কমে এসেছে, বিশেষ করে ভাইরাসটির উৎস হুবেই প্রদেশের বাইরে।

বৃহস্পতিবার হুবেইতে মারা গেছেন আরও ২৯ জন, এর মধ্যে উহান শহরেই মৃত্যুর ঘটনা ২৩টি। চীনে এ পর্যন্ত ৮০ হাজার ৫৫২ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।

দেশটিতে করোনা নিয়ন্ত্রণে নিয়োজিত এক জ্যেষ্ঠ গবেষক জানিয়েছেন, চলতি মাসের মাঝামাঝি সময়েই উহান বাদে চীনের অন্য শহরগুলোতে করোনা ভাইরাস সংক্রমণের হার শূন্যের কোঠায় নেমে আসতে পারে।

ঝ্যাং বলি নামে ওই গবেষক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, আমরা সংক্রমণের প্রবণতা বিশ্লেষণ করেছি। ফেব্রুয়ারির শেষের দিক থেকে হুবেই ছাড়া অন্য এলাকাগুলোতে নতুন সংক্রমণ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

আমাদের বিশ্লেষণ অনুসারে আশা করি, উহান বাদে অন্য শহরগুলোতে মার্চ মাসের মাঝামাঝি সময়েই নতুন করে করোনার সংক্রমণ বন্ধ হবে। আশা করা যায়, মার্চের শেষের দিকে উহানেও আর আক্রান্তের ঘটনা ঘটবে না।

দেশটিতে এ পর্যন্ত অন্তত সাড়ে তিন হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১০৭ জন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *