fbpx
হোম অন্যান্য চট্টগ্রাম প্রেসক্লাবে পুলিশের বাঁধা অতিক্রম করে মানববন্ধন
চট্টগ্রাম প্রেসক্লাবে পুলিশের বাঁধা অতিক্রম করে মানববন্ধন

চট্টগ্রাম প্রেসক্লাবে পুলিশের বাঁধা অতিক্রম করে মানববন্ধন

0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, চট্টগ্রাম জেলা।

বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪ টায় জাবিতে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে উপাচার্যের ইশারায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মী সহ আন্দোলনরত সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন বলেন, ‘বুয়েটে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে আবরার হত্যার ক্ষত এখনো শুকায়নি, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পানিতে নিক্ষেপ করার দৃশ্য এখনো চোখে ভাসে আর সেই মুহুর্তের মধ্যেই জাহাঙ্গীরনগরে ছাত্র শিক্ষকদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের আহত ও রক্তাক্ত করলো। এই ঘৃণ্য হামলা ও দুর্নীতির দায়ে অভিযুক্ত উপাচার্যের নির্লজ্জ সমর্থন ও ধন্যবাদ প্রমাণ করলো।’

বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে
শহীদ সাইফুদ্দিন খালেদ রোড হয়ে আবার প্রেসক্লাব প্রাঙ্গণে এসে সমাপ্তি হয়।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *