fbpx
হোম অন্যান্য চট্টগ্রামে মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব
চট্টগ্রামে মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব

চট্টগ্রামে মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব

0

সরকার সাধারণ ছুটি, লক ডাউন আর সামাজিক দূরত্বসহ যে সিদ্ধান্তই ঘোষনা করুক না কেন চট্টগ্রামে অবস্থিত উৎপাদিত স্টিল মিল কারখানা (বি এস আর এম, কে এস আর এম, আবুল খায়ের স্টিল, জি পি এইছ, পি এইছ পি) এইসবের কিছুই মানছে না।

বুধবার (৮ এপ্রিল) নাম প্রকাশ না করার শর্তে অনেকগুলো প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা ও শ্রমিক অভিযোগগুলো জানিয়েছেন। সর্বত্র ছুটি থাকলেও চট্টগ্রামের সব স্টিল মিল কারখানায় পালা করে উৎপাদন কাজ চলছে৷ এদিকে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এই করোনা ঝুঁকির মধ্যেই স্টিল মিল কারখানার নিজস্ব গাড়ি ব্যাবহার করে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে আসা হয় এবং মেইন রোডে নামিয়ে দেওয়া হয়। এতে করে অলিগলিতে থাকা কর্মকর্তাদের বাসায় প্রবেশ করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।

কর্তৃপক্ষের কাছে এইসব সমস্যার কথা বলার পরেও কোন ব্যবস্থঅ নেন না। উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন শ্রমিক একটি ভিডিও পোস্ট করলে দেখা যায় গাড়ীতে গাদাগাদি করে উঠে ধাক্কাধাক্কি করতে। আরও জানা যায় যে, কে এস আর এম প্রতিষ্ঠানের ভেতর কোন সামাজিক দূরত্ব মানা হচ্ছে না ৷

জিপিএইচ প্রতিষ্ঠানের ভেতরও কোন সামাজিক দূরত্ব মানা হচ্ছে না এমনকি প্রবেশের সময় থার্মাল স্কেনার দিয়েও শরীরের তাপমাত্র মাপা হয় না বলে অভিযোগ পাওয়া যায়। তবে এই বিষয়ে কথা বলতে অনেক প্রতিষ্ঠানের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু তাদের কারো থেকে কোন মন্তব্য পাই নাই৷ এইসব স্টিল মিল কারখানায় বেশিরভাগই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র সাধারণ সম্পাদকের সাথে কথা বলে জানতে পারলাম তাদের সাধ্যমতো মালিক পক্ষের সাথে কথা বলে উৎপাদন কার্যক্রম বন্ধের দাবি জানাচ্ছে কিন্তু মালিক পক্ষ কর্ণপাত না করাই তাদের দাবি বৃথা যাচ্ছে। তাদের আশা মালিক পক্ষ কিছুদিনের মধ্যে তাদের দাবীর সাথে একমত হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধের আদেশ জারি করবে।

Like
Like Love Haha Wow Sad Angry
8

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *